পাপিয়া অধিকারী সহ একাধিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে শতাধিক ব্যক্তিকে পুরস্কৃত করল ইন্টারন্যাশনাল নিউ স্টার
কলকাতা (১৬ নভেম্বর '২৫):- টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী, চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার সহ একাধিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার দৃষ্টান্ত রাখার জন্য শতাধিক ব্যক্তিকে পুরস্কৃত করল 'ইন্টারন্যাশনাল নিউ স্টার'।
আজ শিয়ালদহ রেল স্টেশন সংলগ্ন 'মৌলালী রাজ্য যুবকেন্দ্র'-এ 'ইন্টারন্যাশনাল নিউ স্টার' আয়োজিত পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব-এর এক ফাঁকে 'আন্তর্জাতিক নব নক্ষত্র সাহিত্য পত্রিকা' ও 'ইন্টারন্যাশনাল নিউ স্টার'-এর সম্পাদক সৌমেন সেন জানিয়েছেন, "এই মুহূর্তে বর্তমান প্রজন্মের একাংশ একদিকে যেমন বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তেমনই অন্যদিকে তারা সংস্কৃতি বিমুখ হয়ে উঠেছে। সংস্কৃতি বিমুখ এই তরুণ সমাজকে বই ও সংস্কৃতিমুখী করার উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন।
স্ব স্ব ক্ষেত্রে কৃতবিদ্য একাধিক ব্যক্তির উপস্থিতিতে প্রতিযোগিতা মূলক স্বল্পমেয়াদি চলচ্চিত্র প্রদর্শনীর শেষে ১০ টা পৃথক বিভাগে ১০ জন চলচ্চিত্র পরিচালককে পুরস্কৃত করার পাশাপাশি আজ সংস্কৃতি, সাহিত্য, সমাজসেবা, প্রশাসন সহ একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য শতাধিক ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে।"
আলোকচিত্রী : মাহাতাব চৌধুরী (তুহিন)


Comments
Post a Comment