উন্মোচিত হল ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার ম্যাসকট


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৩ নভেম্বর '২৫):- আর্জেন্টিনা দূতাবাসের রাজনৈতিক ও সংস্কৃতিক বিভাগের প্রধান অ্যাণ্ড্রেস সেবাস্টিয়ান রোজাস (Andre's Sebastian's Rojas, Heead, Political & Cultural Section, Embassy of Argentina in India), এবং দূতাবাসের প্রধান আনন্দী ক্যুইপো রিয়াভিটজ (Anandi Queipo Riavitz, Head, Consular Section, Embassy of Argentina in India), 'পাবলিশার্স অ্যাণ্ড বুকশেলার্স গিল্ড' এর অধ্যক্ষ সুধাংশুশেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়-এর উপস্থিতিতে উন্মোচিত হল ৪৯ তম 'আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা'-র প্রতীক (Mascot of 49th International Kolkata Book Fair)।

'পাবলিশার্স অ্যাণ্ড বুকশেলার্স গিল্ড'-এর বক্তব্য অনুযায়ী আর্জেন্টিনা-কে ভাবনার কেন্দ্রবিন্দুতে রেখে আগামী বছরের ২২ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত বিধাননগরের 'বইমেলা প্রাঙ্গণ'-এ প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই মেলা চলবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের পুস্তকমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বলে রাখা ভালো, এই বছর ২৭ লাখ লোক ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা প্রাঙ্গণে দর্শনার্থী রূপে প্রবেশ করেছিলেন এবং মোট ২৩ কোটি টাকার পুস্তক বিক্রি হয়েছিল।


Comments