স্তন ক্যানসার হলেই স্তন কেটে বাদ দেওয়া হয় না : ডাঃ জ্যোতি গুপ্ত


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৭ অক্টোবর '২৫):- "আমাদের দেশ তথা রাজ্যের অনেক মহিলা ও পুরুষদের ধারণা 'স্তন ক্যানসার (Breast Cancer) হলেই বোধহয় শল্য চিকিৎসার মাধ্যমে স্তন পুরোপুরি বাদ দিতে হয়', এটা কিন্তু একেবারেই সঠিক তথ্য নয়। প্রকৃত তথ্য হল- প্রাথমিক পর্যায়ে এই রোগ সনাক্ত হলে স্তন বাদ দেওয়ার কথা ভাবাও হয় না, একটু দেরিতে রোগ সনাক্ত হলে সেক্ষেত্রেও স্তনকে প্রায় নির্দিষ্ট আকারে রেখেই শল্য চিকিৎসা চালানো হয়, শুধুমাত্র পুরোনো ও জটিল ধরণের রোগের ক্ষেত্রেই শরীর থেকে স্তন বাদ দেওয়া হয়," বলে পরিস্কার ভাষায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন ক্যানসার রোগের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক জ্যোতি গুপ্ত (Dr. Jyoti Gupta, Onco Surgeon, Desun Hospital, Kolkata)।

বলে রাখা ভালো, ১৯৮৫ সাল থেকে মহিলাদের মধ্যে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে 'আমেরিকান ক্যানসার সোসাইটি' এবং 'অ্যাস্ট্রোজেনেকা' যৌথভাবে বিশ্বজুড়ে সচেতনতা মূলক কর্মকাণ্ড শুরু করে। তারই অঙ্গ রূপে বর্তমানে অক্টোবর মাসে বিশ্বজুড়ে পালিত হয় 'স্তন ক্যানসার সচেতনতা মাস' (Breast Cancer Awareness Month)।

'স্তন ক্যানসার সচেতনতা মাস'-কে সামনে রেখে কলকাতার 'ডিসান ক্যানসার ইনস্টিটিউট' (Desun Cancer Institute) চালু করেছে 'ব্রেস্ট ক্যানসার স্পেশালিটি ক্লিনিক' (Breast Cancer Speciality Clinic)। আপাতত প্রতি সোম, বুধ ও শুক্রবার 'ডিসান হাসপাতাল' পরিসরে এই ক্লিনিক চালু থাকবে।

আজ 'ডিসান হসপিটাল'-এর তরফ থেকে তাদের 'ব্রেস্ট ক্যানসার স্পেশালিটি ক্লিনিক' সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে এসে স্তন ক্যানসার সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন শল্য চিকিৎসক আমন প্রকাশ, চিকিৎসক শ্রেয়া মল্লিক, মনোবিদ অনুশীলা দত্ত প্রমুখ চিকিৎসক ও চিকিৎসা বিভাগের সাথে জড়িত ব্যক্তিরা।

'ডিসান হসপিটাল'-এর তরফ থেকে বলা হয়েছে , '...আমাদের দেশের ক্যানসার আক্রান্ত মহিলাদের মধ্যে ৩০ শতাংশই স্তন ক্যানসারের শিকার। এই বছর অর্থাৎ ২০২৫ সালে আমাদের দেশে নতুন করে আরো ২,৩০,০০০ নারী স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন যার মধ্যে পশ্চিমবঙ্গের ১৫ হাজারেরও বেশি মহিলা রয়েছেন। 

সব থেকে দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের নারীরা দেরী করে চিকিৎসকের সাথে যোগাযোগ করার ফলে তাঁদের রোগটাও দেরিতে সনাক্ত হচ্ছে, ফলতঃ, রোগী ও পরিবারের পাশাপাশি এই সমাজও সমস্যার শিকার হচ্ছে।

এমনিতেই সমগ্র বিশ্বের অন্যান্য দেশে যেখানে ৬০ থেকে ৭৪ বছরের মহিলারাই কেবল স্তন ক্যানসারে পীড়িত হচ্ছেন সেখানে আমাদের দেশের অনুর্ধ ৫০ বছরের মহিলাদেরও ক্যানসার হচ্ছে।'

"তবে ক্যানসার ধরা পড়লেই ভয় পাওয়ার কিছু নেই, বর্তমানে ক্যানসার রোগের চিকিৎসায় যথেষ্ট উন্নতি হয়েছে, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেও 'ডিসান হসপিটাল'-এ বিভিন্ন পরিষেবা পাচ্ছেন আক্রান্ত রোগী," বলে জানিয়েছেন 'ডিসান হসপিটাল'-এর পরিষেবিকা বিভাগের নির্দেশক অসীমা ভট্টাচার্য (Asima Bhattacharyay, Director, Department of Nursing)।

Comments