কলকাতা (৬ অক্টোবর '২৫):- সম্প্রতি বেলুচিস্তানের বুকে বহিরাগত শক্তির দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত একটা প্রাকৃতিক সম্পদ নিষ্কাশন প্রকল্প (Natural Resource Extraction Project)-এ অগ্নিসংযোগ তথা বিনষ্টিকরণ (Set Fire)-এর দায় স্বীকার করল 'বালোচ লিবারেশন আর্মি' (The Baloch Liberation Army) সংক্ষেপে 'বিএলএ' (BLA)।
'বিএলএ'-এর তরফ থেকে দাবী করা হয়েছে, "গত শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় (October 3 at 6 PM) আমাদের যোদ্ধারা একটা প্রাকৃতিক সম্পদ নিষ্কাশনকারী প্রকল্পের ভেতরে প্রবেশ করে যন্ত্রপাতিতে অগ্নিসংযোগ করে প্রকল্পের যারপরনাই ক্ষতি সাধন করেছে।"
'আজাদ বালোচ'-এর মুখপাত্র (Spokesman of Azad Baloch) আরো জানিয়েছেন, "নিষেধ করা সত্তেও দীর্ঘদিন ধরে বহিরাগত তত্ত্ব ওই নিষ্কাশন প্রকল্পে কর্মকাণ্ড চালিয়ে আসছিল, তারই ফলশ্রুতিতে এই কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।"
বলে রাখা ভালো, দীর্ঘদিন ধরে বালুচিস্তান দখলকারী রাষ্ট্রসমূহ বিশেষত পাকিস্তানকে বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ দখল ও লুণ্ঠনের বিরোধ করে আসছে 'বিএলএ'।

Comments
Post a Comment