কলকাতা (৩ অক্টোবর '২৫):- কলকাতার অন্যতম ভূসম্পত্তি উন্নয়নকারী সংস্থা 'সান পরিবার' (Sun Parivar, Real Estate Developer)-র হাত ধরে পাঁচটা বিভাগে 'শারদ পুষ্পাঞ্জলি সম্মান ২০২৫'-এর নগদ পুরস্কার পেল কলকাতার কয়েকটা পুজো সংগঠক।
'সান পরিবার'-এর মালিক তুষার এস কামদার (Tushar S Kamdar Owner, Sun Parivar) জানিয়েছেন, "পুজোর শেষে 'চেতলা অগ্রণী', 'সন্তোষপুর লেক পল্লী' ও 'চালতাবাগান সর্বজনীন'-এর মতো পুজো আয়োজকদের হাতে ১১ হাজার টাকার চেক এবং 'বেহালা ক্লাব'-এর হাতে ২১ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে এর পাশাপাশি 'হিন্দুস্তান পার্ক সর্বজনীন'-এর অহেলী দাস-কে দেওয়া হয়েছে 'শারদ অনন্যা ২০২৫' সম্মান।"
'শারদ পুষ্পাঞ্জলি সম্মান ২০২৫'-এর আয়োজক 'টিম সিগওয়েজ'-এর পক্ষ থেকে অরিন্দ্রজিত রায় ও ইন্দ্রাণী রায় একযোগে জানিয়েছেন, "গত ৯ সেপ্টেম্বর বিধায়ক দেবাশিস কুমার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে আমরা জানিয়েছিলাম, 'প্রকৃতির সম্মান প্রকৃত সম্মান' এই লক্ষ্যে অবিচল থেকে আমাদের তৃতীয় বর্ষের ভাবনা 'মাটি'। কলকাতার পরিবেশ বান্ধব পুজোগুলোকেই আমরা সম্মানিত করব।"
পুরস্কার তুলে দেওয়ার সময় 'সান পরিবার' ও 'টিম সিগওয়েজ'-কে যোগ্য সঙ্গত করেছেন পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা আলোকচিত্রী অনুপম হালদার সহ আরো অনেকে।

Comments
Post a Comment