শুধুমাত্র সদিচ্ছা থাকলেই স্বল্প পরিসর ও স্বল্প মূলধনে যে নজরকাড়া সুন্দর ভাবনা ফুটিয়ে তোলা যায় তা হাতেনাতে দেখিয়ে দিল কালীতলা মিত্র সংঘ ক্লাব


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২০ অক্টোবর '২৫):- মাথায় একটু বুদ্ধি, পেটে একটু বিদ্যার জল আর যৎসামান্য মানুষের পছন্দ আর অপছন্দের বিষয়ে ধারণা থাকলে অতি সামান্য মূলধনেও যে কলকাতা তথা রাজ্যের চর্চিত ভাবনা শিল্পী (Theme Artist)-দের বোলে বোলে গোল দেওয়া যায়, তা হাতে কলমে দেখিয়ে দিল বেহালা-র 'পশুপতি ভট্টাচার্য রোড'-এ অবস্থিত 'কালীতলা মিত্র সংঘ ক্লাব'।

সঙ্গের ছবি প্রমাণ দিচ্ছে কত স্বল্প পরিসরে কত স্বল্প মূলধনে কত সুন্দর ভাবনার স্ফূরণ ঘটিয়েছে এই পুজোর আয়োজকবৃন্দ।

যদিও তথ্য অনুযায়ী এখানকার পুজো আয়োজকদের এই প্রয়াস বিফলে যায় নি। ইতিমধ্যে হিন্দী ডিজিট্যাল সংবাদমাধ্যম '২৪ × ৭ তাজা সমাচার' (२४ × ७ ताज़ा समाचार) এদের এই বুদ্ধিদীপ্ত প্রয়াস কে কুর্নিশ জানিয়ে এখানকার মাতৃ প্রতিমা-কে 'সেরা প্রতিমা' (Best Idol)-র সম্মান প্রদান করেছে।

আজ দুপুর ২ টো-র আশেপাশে এদের মাতৃমণ্ডপের কাছে গিয়ে দেখা গেল, মণ্ডপের সামনের রাস্তা চলে গেছে কচিকাঁচাদের দখলে, আর্টপেপারের উপর কেউ পেন্সিলের আঁচড় কাটতে ব্যস্ত তো কেউবা রং-তুলি দিয়ে ছবি রাঙিয়ে চলেছে।

'বিশ্ব দর্পণ'-এর সাথে কথা বলতে গিয়ে এখানকার অন্যতম ক্লাবকর্তা প্রিয়ম ঠাকুর জানিয়েছেন, "মাতৃ আরাধনার প্রাক্কালে গতকাল সমাজের পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে।" 

মণ্ডপের সামনে গিয়েই চোখ আটকে গেল এক আবক্ষ মূর্তির দিকে, তিনি অন্য কেউ নয়; অস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিত রায়। 

মণ্ডপের চারদিকে চোখ বোলাতেই নজর চারদিকেই সত্যজিত রায়ের পরিচালিত চলচ্চিত্রের বাছাই করা সংলাপ ও তার কোলজের প্রদর্শনী।

সামনে মৃন্ময়ী মায়ের দিকে তাকাতেই মনে হল, এ যে আমাদের অতি পরিচিত 'তারা মা'। ঠিকই ধরেছেন, মা আজ রাতে এখানে 'দেবী তারা' রূপে পুজো নেবেন।


Comments