তিন পুজো সংগঠক সহ চার কৃতি ব্যক্তিকে এই বছরের দীপ সম্মান প্রদান করল ২৪×৭ তাজা সমাচার


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৯ অক্টোবর '২৫):- দীপান্বিতা কালীপুজোর প্রাক্কালে ধন্বন্তরি-র জন্মদিন উপলক্ষ্যে পালিত 'ধন ত্রয়োদশী'র পবিত্র মুহূর্তে গতকাল কালীপুজোর তিন আয়োজক গোষ্ঠী সহ নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ চারজন বঙ্গবাসীকে 'দীপ সম্মান ২০২৫' সম্মানে সম্মানিত করল হিন্দী ডিজিট্যাল সংবাদমাধ্যম '২৪×৭ তাজা সমাচার' (२४×७ ताज़ा समाचार)।

'২৪×৭ তাজা সমাচার'-এর বিচারক রূপে 'দীপ সম্মান ২০২৫' পর্বের গুরুদায়িত্ব সামলেছেন প্রখ্যাত আইনজীবী মিন্টু চক্রবর্তী, এক সমাজসেবী সংগঠনের কর্ণধার কিষেণকুমার আগরওয়াল, চলচ্চিত্র ব্যক্তিত্ব নারায়ণ রায় ও সাংবাদিক মহুয়া চক্রবর্তী।

'২৪×৭ তাজা সমাচার' গোষ্ঠীর বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী এই বছর 'সেরা ভাবনা' (Best Theme)-র স্বীকৃতি পেয়েছে হাওড়ার দক্ষিণ বাকসারা এলাকার শরৎ পল্লী-র 'দ্য বারুই কালীপূজা'। এই বছর ৩৫ বর্ষে পদার্পণ করল এখানকার মাতৃ আরাধনা। 'ভূত চতুর্দশী'-র মতো রহস্যময় গা ছমছমে এক ভাবনাকে পাথেয় করে মণ্ডপ নির্মাণ করেছে এখানকার আয়োজকবৃন্দ। 

এখানকার মণ্ডপে ঢুকলেই দর্শকবৃন্দ পরতে পরতে চমকে উঠবেন। কোথাও দেখতে পাবেন কবর থেকে হাত তুলে উঠে আসতে চাইছে কোনো অশরীরী সত্তা, তো 

কোথাও দেখতে পাবেন মৃত শরীরে ভৌতিক সত্তা দিয়ে প্রাণ সঞ্চার করতে চাইছে ভূত সমাজের চিকিৎসকরা। প্রবেশ দ্বার থেকে মূল মণ্ডপে যাওয়ার পথে কখনো কখনো দর্শকদের কানে ভেসে আসবে ভুতুরে হাসি-কান্না বা আর্তনাদের বিভিন্ন শব্দ।

অন্যদিকে বিচারকদের বিচারে 'সেরা মণ্ডপ' (Best Pandal)-এর সম্মানে ভূষিত হয়েছে শীল কলোনী, দমদমের 'সাউথ দমদম মিত্র সংঘ' আয়োজিত সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা। এই বছর ৭৮ বর্ষে পা রাখল এখানকার মাতৃ আরাধনা। 'মোদের উড়তে মানা' ভাবনাকে মাথায় রেখে মণ্ডপ নির্মাণ করেছে এখানকার আয়োজকবৃন্দ। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, "আজকের দিনেও কিছু মানুষ পাখিদের খাঁচায় রাখতেই বেশি পছন্দ করেন। তাঁরা ভুলে যান, এই দুনিয়াতে কোনো প্রাণীই শৃঙ্খলিত হয়ে বাঁচাতে চায় না। সমাজের এই বর্গের মানুষদের জ্ঞান চক্ষু উন্মোচনের উদ্দেশ্যে পূজা মণ্ডপের প্রধান অংশে মাতৃমূর্তির সামনেই বিভিন্ন খাঁচায় রাখা থাকবে বিভিন্ন প্রজাতির শৃঙ্খল পরানো অগুন্তি জীবন্ত পাখি।"

এর পাশাপাশি বিচারকদের বিচারে 'সেরা প্রতিমা' (Best Idol)-র সম্মানে সম্মানিত হয়েছে বেহালার 'কালীতলা মিত্র সংঘ' আয়োজিত মাতৃমূর্তি। এখানে 'দেবী তারা' রূপে পূজিতা হচ্ছেন মা। এখানকার পুজো আয়োজকগণ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সত্যজিত রায়-কে স্মরণে রেখে তাদের মণ্ডপ নির্মাণে মুন্সীয়ানার ছাপ রেখেছেন।

'২৪×৭ তাজা সমাচার' আয়োজিত 'দীপ সম্মান ২০২৫'-এর বিভিন্ন বিভাগে সম্মানিত হয়ে 'দ্য বারুই কালীপূজা'-র পক্ষে সমীরণ বারুই, 'সাউথ দমদম মিত্র সংঘ'-র তরফে সদস্য শান্তনু গুহ ওরফে বাবু এবং 'কালীতলা মিত্র সংঘ'-র হয়ে ফেলুরাম কাঠাল জানিয়েছেন "এই সম্মান প্রাপ্তি আগামী বছর তাঁদের আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে।"

পুজো আয়োজকদের পাশাপাশি '২৪×৭ তাজা সমাচার' 'ভারতীয় চলচ্চিত্র' বিভাগে অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক নারায়ণ রায়, 'সঙ্গীত বিভাগ'-এ সঙ্গীত শিল্পী জেনিভা রায়,'সমাজসেবা বিভাগ'-এ ধ্যান-শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ-শব্দ ও অন্য চিকিৎসাদি বিভাগে পারদর্শী শ্বেতা আগরওয়াল সহ 'উদ্যোগপতি বিভাগ'-এ পাট ও তন্তুজাত সামগ্রী উৎপাদক তথা ভূমি উন্নয়ক সমীর দাস-এর হাতে 'দীপ সম্মান ২০২৫' প্রদান করেছে। পুজো আয়োজকবৃন্দ সহ ব্যক্তিগত স্তরে সম্মানিত সকল ব্যক্তিরা সম্মাননা রূপে হাতে পেয়েছেন সুদৃশ্য স্মারক সহ শংসাপত্র।

পুজো আয়োজকবৃন্দের পাশাপাশি ব্যক্তিগত পরিসরে সম্মানিত হয়ে অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক নারায়ণ রায়, সঙ্গীত শিল্পী জেনিভা রায়, সমাজসেবী শ্বেতা আগরওয়াল এবং উদ্যোগপতি তথা ভূমি উন্নয়ক সমীর দাস পৃথক পৃথকভাবে '২৪×৭ তাজা সমাচার' গোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "এই সম্মান ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ করতে প্রেরণা যোগাবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, দুই বেসরকারী অলাভজনক সমাজসেবী সংস্থা 'মী অ্যাণ্ড মাই ফ্রেণ্ডস' ও 'গ্লোরিজ অফ ইণ্ডিয়া' সহ প্রখ্যাত স্বর্ণ ও আভূষণ বিক্রেতা 'আর আর আগরওয়াল জুয়েলার্স' এবং সহযোগী সংবাদমাধ্যম 'মহুয়া অনলাইন ডায়েরি'-র সহযোগিতা নিয়ে এই বছর 'দীপ সম্মান ২০২৫' প্রদান করল ডিজিট্যাল হিন্দী সংবাদমাধ্যম '২৪×৭ তাজা সমাচার'।

পুজো পরিক্রমা ও সম্মাননা প্রদানের শেষে '২৪×৭ তাজা সমাচার'-এর কর্ণধার সপ্তর্ষি বিশ্বাস জানিয়েছেন, "এই নিয়ে দ্বিতীয়বার আমরা 'দীপ সম্মান' প্রদান করলাম। এই বছর তিন পুজো আয়োজক গোষ্ঠীর পাশাপাশি স্ব স্ব ক্ষেত্রে কৃতবিদ্য চার জন ব্যক্তিকেও পৃথকভাবে সম্মানিত করতে পেরে আমরা গর্ব অনুভব করছি।"



Comments