পিতৃপক্ষের দ্বিতীয় দিনে নিউজবিট দশভুজা সম্মান ২০২৫-এর পোস্টার লঞ্চ হল


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৯ সেপ্টেম্বর '২৫):- পিতৃপক্ষের দ্বিতীয় দিনে 'নিউজবিট মিডিয়া ইণ্ডিয়া গ্রুপ' আয়োজিত 'নিউজবিট দশভুজা সম্মান ২০২৫'-এর পোস্টার লঞ্চ হয়ে গেল দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে।

পোস্টার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের অন্যতম সংযুক্ত আয়ুক্তঅনুপম হালদার (Anupam Halder, Jt. Commissioner of Excise, Government of West Bengal), তায়কোয়াণ্ড বিশেষজ্ঞ গ্র্যাণ্ড মাস্টার প্রদীপ্তকুমার রায় (Prodiptokumar Roy, Grand Master Tiakoando) সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানের শেষে 'নিউজবিট মিডিয়া ইণ্ডিয়া গ্রুপ'-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কুনাল রায়চৌধুরী (Kunal Roy Chowdhury, Chief Executive Officer, Newsbeat Media India Group) জানান, "এই বছর একাদশ বর্ষে পদার্পণ করল 'নিউজবিট দশভুজা সম্মান ২০২৫'। ইতিমধ্যে কলকাতার ৪৫০-এর বেশি পুজো সংগঠক তাঁদের পুজো প্রাঙ্গণে আমাদের বিচারকমণ্ডলীদের পরিদর্শন করার অনুরোধ জানিয়েছেন, আমরা এই ৪৫০ পুজো সংগঠকদের মধ্যে থেকে ১০০ পুজো সংগঠকদের বেছে নিয়ে বিচারকদের নিয়ে তাঁদের পুজো প্রাঙ্গণ পরিদর্শন করব এবং পরিশেষে পুরস্কার প্রদান করব।"


Comments