উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে বেসরকারী স্বাস্থ্য সেবা প্রদানকারী সংস্থার সাথে হাত মেলাল দ্য ডেন্টিক
হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৬ সেপ্টেম্বর '২৫):- সংস্থার ৬ বছর পূর্তি উপলক্ষ্যে উন্নততর দন্ত চিকিৎসা প্রদানের লক্ষ্যে বেসরকারী স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা সংস্থা 'লিনিয়া হেলথ ম্যানেজমেন্ট সলিউশনস প্রাইভেট লিমিটেড' (Linia Health Management Solutions Private Limited)-এর সাথে ব্যবসায়িক গাঁটছড়া বাঁধল দন্ত চিকিৎসার অন্যতম ভরসা প্রদানকারী সংস্থা 'দ্য ডেন্টিক' (The Dentique)।
শুভ মুহূর্তে দুই সংস্থার তরফ থেকেই জানানো হয়েছে, "আশা করছি আমাদের সম্মিলিত প্রয়াসে ফলে জনগণ উপকৃত হবে।"
বলে রাখা ভালো, একসময় শুধুমাত্র ডেন্টাল ক্লিনিক হিসেবে পথচলা শুরু করা 'দ্য ডেন্টিক', আজ দক্ষতা ও পরিষেবা প্রদানের জোরে জনগণের চর্চার বিষয় হয়ে উঠেছে।
Comments
Post a Comment