উৎসবের প্রাক্কালে ৯ হাজার শিশুর হাতে নতুন বস্ত্র তুলে দিল ইয়েস ব্যাঙ্ক


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২১ সেপ্টেম্বর '২৫):- উৎসবের প্রাক্কালে আজ ৯ হাজার শিশুর হাতে নতুন বস্ত্র তুলে দিল 'ইয়েস ব্যাঙ্ক' (Yes Bank)।

কলকাতার জি ডি সভাঘরে আয়োজিত বস্ত্র বিতণ অনুষ্ঠানে উপস্থিত থেক ব্যাঙ্কের মুখ্য বিপনন আধিকারিক তথা ব্যবসায়িক সংস্থার সামাজিক দায়বদ্ধতা বিভাগের প্রধান নিপুণ কৌশল (Nipun Kaushal, Chief Marketing Officer & Head of CSR Activity, Yes Bank) সংবাদমাধ্যমকে বলেছেন, "এই বছর তৃতীয় বর্ষ (3rd Edition)-এ পদার্পণ করল 'সবার পুজো দুর্গা পুজো' নামাঙ্কিত এই সেবা অনুষ্ঠান। গত বছরের তুলনায় এই বছর আমরা দ্বিগুণ সংখ্যক শিশুর হাতে নতুন পোশাক তুলে দিতে সমর্থ হয়েছি।"

বলে রাখা ভালো, এই বছরের ১৫ অগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে অবস্থিত 'ইয়েস ব্যাঙ্ক'-এর ৩৮ টা শাখা সহ ২৫ টা বিদ্যালয়ে এই কর্মকাণ্ডের প্রচার চালিয়েছিল ইয়েস ব্যাঙ্ক।

সত্যম রায়চৌধুরী ফাউণ্ডেশন এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেট্রোপলিটান ইস্ট-কে সঙ্গী করে এই কর্মকাণ্ড চালিয়েছিল 'ইয়েস ব্যাঙ্ক'। 

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 'টেকনো ইণ্ডিয়া গ্রুপ'-এর প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপক নির্দেশক সত্যম রায়চৌধুরী (Satyam Roy Chowdhury, Founder & MD, Techno India Group) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

Comments