কলকাতা (৩০ সেপ্টেম্বর '২৫):- পশ্চিমবঙ্গ তথা বাঙালী প্রধান প্রাচ্যের বিভিন্ন স্থানে দুর্গোৎসবে যখন ভক্তির স্থান বাহুল্য তথা আড়ম্বর দখল করে নিয়েছে, ঠিক সেই সময় আটলান্টিক মহাসাগরের ধার ঘেঁষা আমেরিকার নর্থ ক্যারোলিনা (North Carolina) প্রদেশে বসবাসকারী প্রবাসী বাঙালী ও অবাঙালী ভারতীয়দের বাহুল্যতাহীন অথচ ভক্তিরসে সমৃদ্ধ মাতৃ আরাধনা এবারেও নজর কেড়েছে নর্থ ক্যারোলিনায় বসবাসকারী বিদেশীদের।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাতের মূল নিবাসী অর্জুন সাহা (Arjun Saha) থার্মোকল সিট দিয়ে মন্দিরের আদলে তৈরি করেছেন এখানকার প্রতিমার পৃষ্ঠভূমি।
অত্যন্ত সাদামাটা ভাবে একটা চৌকির উপর লাল কাপড় বিছিয়ে তার উপরেই দেবী প্রতিমাকে প্রতিষ্ঠা করে মাতৃ আরাধনা চলছে এখানে।
পুজো প্রসঙ্গে কথা বলতে গিয়ে নর্থ ক্যারোলিনায় বসবাসকারী জনৈক পাঞ্জাবী অমরিন্দর সিং জানিয়েছেন, "ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দুর্গোৎসবের সময় কলকাতা পুলিশ ও প্রশাসনের কার্যকলাপ নিয়ে বিভিন্ন পুজো আয়োজকদের পাশাপাশি অনেক সাধারণ জনগণও বিব্রত বোধ করছেন। জানি না ওখানকার রাজ্য প্রশাসন এটা মেনে নিচ্ছে কীভাবে !
যাঁরা দীর্ঘদিন পশ্চিমবঙ্গের বাইরে আছেন একমাত্র তাঁরাই বলতে পারবেন, 'পুজো' কথাটা কানে এলেই প্রবাসী ভারতীয়দের মনে কী ঝড় ওঠে। আশা করব পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন বাঙালীদের আবেগকে সম্মান জানাবে।"
নর্থ ক্যারোলিনার দুর্গাপূজা আয়োজকদের তরফে জানানো হয়েছে, "বারাসাত গভর্নমেন্ট স্কুলের ১৯৯১ বর্ষের ছাত্র অর্জুন সাহা থার্মোকল কেটে এই শিল্পকর্ম করেছেন।"

Comments
Post a Comment