আলিপুর বার অ্যাসোসিয়েশনের আহ্বানে আজ ও আগামীকাল আইনজীবীদের নিখরচায় স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে মনিপাল হাসপাতাল
কলকাতা (৩ সেপ্টেম্বর '২৫):- 'আলিপুর বার অ্যাসোসিয়েশন' (Alipore Bar Association)-এর উদ্যোগে ও পরিচালনায় আইনজীবী ভাইবোনদের সুবিধার্থে দক্ষিণ ২৪ পরগনার 'জেলা দেওয়ানী ও ফৌজদারী আদালত' (District Civil & Season Court, South 24 Parganas) প্রাঙ্গনে আয়োজিত হচ্ছে স্বেচ্ছা রক্তদান শিবির সহ দুদিন ব্যাপী বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির।
আজ সকালে ঢাকুরিয়া-র মনিপাল হাসপাতাল (Manipal Hospitals, Dhakuria)-এর দুই ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ পারমিতা রায় ও ডাঃ সাগ্নিক রায় কে সাথে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের দ্বারোদ্ঘাটন করেন 'আলিপুর বার অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক আইনজীবী অমিতকুমার ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর 'আলিপুর বার অ্যাসোসিয়েশন'-এর সম্মানিত সদস্যাদের সম্মুখে ক্যানসার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন ডাঃ পারমিতা রায় [Dr. ParomitaRoy, Consultant Gynaecologic Oncologist, MBBS, MS, DNB (Gynaecology & Obstetrics), DrNB (Gynecologic Oncology), ESGO] ও ডাঃ সাগ্নিক রায় [Dr. Sagnik Ray, Consultant Surgical Oncologist, MBBS, MS (General Surgery), MCh (Surgical Oncology)]
পরে 'আলিপুর বার অ্যাসোসিয়েশন'-এর সম্মানিত সদস্য ও সদস্যাদের পাশাপাশি অন্যান্যদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ঢাকুরিয়ার মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢাকুরিয়ার মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, "আজ এবং আগামীকাল 'আলিপুর বার অ্যাসোসিয়েশন'-এর আইনজীবী সদস্য ও সদস্যাদের নিখরচায় রক্তচাপ নির্ণয়, তাৎক্ষনিক রক্তে শর্করার মাত্রা নির্ধারণ, ওজন পরিমাপ, ফুসফুসের কার্যকারিতা সংক্রান্ত পরীক্ষা, অস্থিমজ্জার ঘনত্ব নির্ধারণ, ইসিজি, চক্ষু পরীক্ষা সহ অন্যান্য বিষয়ে চিকিৎসকদের পরামর্শ দেওয়া হবে।"
অন্যদিকে 'আলিপুর বার অ্যাসোসিয়েশন'-এর তরফ থেকে সম্পাদক তথা আইনজীবী অমিতকুমার ঘোষ (Adv. Amit Kumar Ghosh, Secretary, Alipore Bar Association) জানিয়েছেন, "সংগঠনের ৫ সহস্রাধিক সদস্য ও সদস্যাদের সুবিধার্থে আজ স্বেচ্ছা রক্তদান শিবির সহ আজ ও আগামীকাল দুদিন ব্যাপী বিনামূল্যের স্বাস্থ্য পরিষেবা শিবির আয়োজন করা হয়েছে।"
অপরদিকে সংগঠনের কার্যনির্বাহী সমিতির সদস্য মিন্টু চক্রবর্তী ওরফে ঋজু (Mintu Chakroborty @ Riju, Executive Member, Alipore Bar Association) বলেছেন,"সাম্প্রতিক অতীতে আমাদের সংগঠনের সম্মানিত সদস্য ও সদস্যাগণের পাশাপাশি অন্যান্য আইনজীবী বন্ধুদেরও আচমকা বিভিন্ন রোগের শিকার হতে দেখা গেছে, সকল আইনজীবীদের সুস্থতার লক্ষ্যেই এই স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে।"
Comments
Post a Comment