দেবীমায়ের চক্ষুদান করলেন অ্যাসিড হামলার পর চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সঞ্চয়িতা যাদব


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৭ সেপ্টেম্বর '২৫):- দুর্গতিনাশিনী দেবী দুর্গা-র প্রতিকী চক্ষুদান করলেন একসময় দুষ্কৃতীকারীদের হাতে অ্যাসিড আক্রান্ত সঞ্চয়িতা যাদব

উত্তর ২৪ পরগনার বারাকপুর মহকুমার অধীন বরানগরের 'হাসিখুশি ক্লাব'-এর সৌজন্যে দেবী দুর্গার চক্ষুদান করতে পেরে যারপরনাই আপ্লুত সঞ্চয়িতা যাদব।

দেবী মা-কে প্রতীকী রূপে চক্ষুদান করার পর নিজের আবেগকে কোনোমতে সামলে সঞ্চয়িতা বলেছেন, "অ্যাসিড হামলার পর আমার একটা চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। আমি ভাবতেও পারিনি ক্ষতিগ্রস্ত চোখ দিয়ে আমি আবার দেখতে পারব। চিকিৎসকদের সহায়তায় এবং দেবীমায়ের অপার মহিমায় আমি আবার আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। পুজো আয়োজকদের বদান্যতায় আজ প্রতীকী রূপে মায়ের চক্ষুদান করতে পেরে আমি সত্যিই বাকরুদ্ধ।"

Comments