কলকাতা (২৫ সেপ্টেম্বর '২৫):- 'জলসূত্র' এবং '২৪×৭ তাজা সমাচার' আয়োজিত 'মা দুর্গা সম্মান ২০২৫'-এর অধীনে 'সেরা মণ্ডপ'-এর স্বীকৃতি পেল 'নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি' এবং 'পরিবেশ বান্ধব' পুজোর তকমা পেল 'গ্রীণ মল ক্যাম্পাস'।
এ প্রসঙ্গে উল্লেখ্য, 'ফুলের সাজে ফুলের মাঝে, মা দুর্গা মোদের মাঝে' ভাবনাকে সামনে রেখে এবার মণ্ডপ সজ্জিত করেছে 'নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি'।
'নবরাত্রি' তৃতীয়া তিথি-র বর্ধিত লগ্নের শেষে 'নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি'-র আয়োজকদের হাতে 'মা দুর্গা সম্মান ২০২৫' সম্মাননা তুলে দেন অভিনেতা তথা চলচ্চিত্র নির্দেশক নারায়ণ রায়, আলিপুর আদালতের অন্যতম আইনজীবী মিন্টু চক্রবর্তী ওরফে ঋজু এবং 'মী অ্যাণ্ড মাই ফ্রেণ্ডস'-এর কর্ণধার কিষাণ আগরওয়াল।
বলে রাখা ভালো, বেসরকারী সমাজসেবী সংস্থা 'মী অ্যাণ্ড মাই ফ্রেণ্ডস', 'গ্লোরিজ অব ইণ্ডিয়া' এবং ডিজিটাল মাধ্যম 'মহুয়া অনলাইন ডায়েরি'-র সহযোগিতা নিয়ে এই বছর বিচারকবৃন্দ ও অন্যান্য অতিথিদের নিয়ে 'পুজো পরিক্রমা'-য় বেরিয়ে বিভিন্ন পুজো আয়োজকদের হাতে 'মা দুর্গা সম্মান ২০২৫' একযোগে প্রদান করল ব্যবসায়িক প্রতিষ্ঠান 'জলসূত্র' এবং হিন্দী সংবাদমাধ্যম '২৪×৭ তাজা সমাচার'।
'মা দুর্গা সম্মান ২০২৫'-এর আওতাভুক্ত 'সেরা মণ্ডপ' শিরোপা পাওয়ার পর 'নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি'-র পক্ষে যুগ্ম সম্পাদক পীযুষরঞ্জন ঘোষ জানিয়েছেন, "এই বছর আমাদের মাতৃ আরাধনা চতুর্থ বর্ষে পদার্পণ করল, ২,৫০, ০০০ বর্গফুট এলাকা বিশিষ্ট পার্কের মধ্যে ৪৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি হয়েছে এই মাতৃ মণ্ডপ। নাকতলার ভাবনা শিল্পী রিন্টু দাস-এর ভাবনাকে বাস্তবে ফুটিয়ে তুলতে একঝাঁক মণ্ডপ কারিগর জুলাই মাসের শেষ থেকে অক্লান্ত চেষ্টা করে এই ভব্য নয়নাভিরাম মণ্ডপের রূপ দিয়েছেন। অন্যদিকে আমাদের দেবী প্রতিমার রূপকার কুমোরটুলির মৃতশিল্পী অমর পাল।"
অপরদিকে আলিপুর আদালতের আইনজীবী মিন্টু চক্রবর্তী ওরফে ঋজু এবং 'মী অ্যাণ্ড মাই ফ্রেণ্ডস'-এর কর্ণধার কিষাণ আগরওয়াল-এর হাত থেকে 'পরিবেশ বান্ধব' খেতাব পাওয়ার পর 'গ্রীণ মল ক্যাম্পাস'-এর প্রতিষ্ঠাতা তথা কর্ণধার দীনেশ রাওয়াত জানান, "এই সম্মান আমাদের নতুনভাবে এগিয়ে চলার প্রেরণা জোগাবে।"
জেনে রাখা ভালো, দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠাকুরপুকুর বাখরাহাট রোডের শামুকপোতায় ১৫ একর জমির উপর নির্মিত 'গ্রীণ মল ক্যাম্পাস'-এর ভেতর রয়েছে 'মা প্রকৃতি মন্দির'। এই মন্দির কর্তৃপক্ষই পেলেন এবছরের 'প্রকৃতি বান্ধব' পুরস্কার।




Comments
Post a Comment