কলকাতা (২৩ সেপ্টেম্বর '২৫):- গতকাল মধ্যরাতের পর থেকে একটানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলভাষি হল মহানগর কলকাতা।
কলকাতা নগরপালিকার তথ্য অনুযায়ী, "কয়েক ঘণ্টার বৃষ্টিতে ভোর পাঁচটা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে এবং পরিণামে কলকাতা কার্যত জলমগ্ন।
এর পাশাপাশি কয়েক জায়গায় জমা জল বিদ্যুতের সংস্পর্শে এসে যাওয়ার ফলে কয়েকজন নাগরিকের অকাল মৃত্যুরও খবর এসেছে।"
বৃষ্টি স্নাত কলকাতায় সড়ক যোগাযোগের পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে রেল যোগাযোগ। শহরের শিয়ালদহ সহ অন্য রেল স্টেশন ও রেললাইনের উপর জল জমে যাওয়া সহ অন্যান্য কারণে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।
কলকাতার পৌরনিগমের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ :-
যোধপুর পার্ক - ২৮৫ মিলিমিটার
কালিঘাট - ২৮০.২ মিলিমিটার
তপসিয়া - ২৭৫ লিমিমিটার
বালিগঞ্জ - ২৬৪ মিলিমিটার
চেতলা - ২৬২ মিলিমিটার
মোমিনপুর - ২৩৪ মিলিমিটার
চিংড়িহাটা - ২৩৭ মিলিমিটার
পামার বাজার - ২১৭ মিলিমিটার
ধাপা - ২১২ মিলিমিটার
সিপিটি ক্যানেল - ২০৯.৪ মিলিমিটার
উল্টোডাঙ্গা - ২০৭ মিলিমিটার
কুঁদঘাট - ২০৩.৪ মিলিমিটার
পাগলাডাঙ্গা (ট্যাংরা) - ২০১ মিলিমিটার
কুলিয়া (ট্যাংরা) - ১৯৬ মিলিমিটার
ঠনঠনিয়া - ১৯৫ মিলিমিটার




Comments
Post a Comment