এম রাজশেখর
মুম্বই (২১ সেপ্টেম্বর '২৫):- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Mrs. Nirmala Sitaraman, Union Finance Minister, Government of India)-এর নির্দেশের পরিপ্রেক্ষিতে আগামীকাল থেকে 'লুমিনাস' (Luminous) তাদের সমস্ত সামগ্রীর দাম কমাতে চলেছে।
'লুমিনাস পাওয়ার টেকনোলজিস'-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং ব্যবস্থাপক নির্দেশক প্রীতি বাজাজ (Preeti Bajaj, CEO & MD, Luminous Power Technologies) সম্প্রতি এক বার্তায় জানিয়েছেন, " গত ৩ সেপ্টেম্বর ৫৬ তম 'জি এস টি কাউন্সিল'-এর সভায় ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, লুমিনাস জি এস টি হ্রাসের সুবিধা দিতে চলেছে গ্রাহকদের।"
বলে রাখা ভালো, জি এস টি হ্রাসের ফলে এতদিন যে সামগ্রী কিনতে গেলে ১২ শতাংশ জি এস টি দিতে হত, সেখানে এখন দিতে হবে ৫ শতাংশ এবং যে সামগ্রী কিনতে গেলে ২৮ শতাংশ জি এস টি দিতে হত সেখানে এখন দিতে হবে ১৮ শতাংশ।

Comments
Post a Comment