হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২০ সেপ্টেম্বর '২৫):- পশ্চিমবঙ্গ সরকারের বরিষ্ঠ উপ সচিব দেবাঞ্জন দে, আইনজীবী দেবাশিস সিনহা, সমাজসেবী অমর প্রসাদ সহ একাধিক ব্যক্তিদের উপস্থিতিতে উৎসব উপলক্ষ্যে নবম বর্ষের বস্ত্র বিতরণ কর্মসূচি (Cloth Distribution Programme) শুরু করল 'কর্মা সোস্যাল অ্যাণ্ড ওয়েলফেয়ার ট্রাস্ট' (Karma Social & Welfare Trust)।
সংস্থার চেয়ারম্যান আইনজীবী অনিলকুমার দাস (Adv. Anilkumar Das, Chairman, Karma Social & Welfare Trust) জানিয়েছেন, "আজ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের ১,২০০ জন নরনারী সমেত আগামীকাল ঝাড়গ্রামে আরো দুশো অনাথ শিশুদের বস্ত্র দান করা হবে।"

Comments
Post a Comment