ভূত চতুর্দশীর প্রাক্কালে মুক্তি পাচ্ছে অতিপ্রাকৃত রহস্য ধর্মী চলচ্চিত্র পরিমনী


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১৮ সেপ্টেম্বর '২৫):- আসন্ন 'ভূত চতুর্দশী'-র প্রাক্কালে আগামী ১৭ অক্টোবর রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, সিদ্ধার্থ চক্রবর্তী প্রোডাকশন প্রযোজিত এবং সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে নির্দেশিত এবং টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর পরিচিত মুখ তথা অভিনেতা রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য ও অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী এবং ক্ষুদে শিল্পী প্রজ্ঞা গোস্বামী অভিনীত অতিপ্রাকৃত রহস্য ধর্মী (Paranormal Horror) বাংলা চলচ্চিত্র 'পরিমনী' (Poriimonii, Bengali Feature Film)।

আজ কলকাতার পার্কস্ট্রীট সংলগ্ন এক রেস্তরাঁয় 'পরিমনী'-র ট্রেলার প্রকাশ (Trailor Launch) অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলা চলচ্চিত্রের এই মুহূর্তের অন্যতম বলিষ্ঠ অভিনেতা রজতাভ দত্ত (Rajatava Dutta, Actor) সংবাদমাধ্যমকে জানিয়েছেন,"আরক্ষা বিভাগের প্রাক্তন কর্মচারী বর্তমানে অতিপ্রাকৃত কার্যকলাপের অনুসন্ধানী এক ব্যক্তির ভূমিকায় এই চলচ্চিত্রে আমাকে দেখা যাবে।"


অন্যদিকে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakroborty, Actress) বলেছেন, "অতিপ্রাকৃত শক্তির অভাবনীয় কার্যকলাপ ও ছোট্ট এক শিশুর সেই শক্তির আবেশ এবং একের পর এক ঘটনাকে সঙ্গী করেই এগিয়ে চলবে এই চলচ্চিত্র, এই চলচ্চিত্রে আমাকে ক্ষুদে পরিমনী-র মায়ের ভূমিকায় দেখা যাবে।"

এই চলচ্চিত্রে অভিনয় করা অভিনেতা ও অভিনেত্রী যখন সংবাদমাধ্যমের সাথে চলচ্চিত্র সংক্রান্ত নানা তথ্য প্রদান করছিলেন, ঠিক তখন 'পরিমনী'-র নামভূমিকায় অভিনয় করা বেশ চনমনে স্বভাবের শিশু শিল্পী প্রজ্ঞা গোস্বামী (Pragya Goswami) সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানিয়েছে, "রহস্য রোমাঞ্চ ভরা এই চলচ্চিত্রে অভিনয় করতে পেরে ভালোই লেগেছে।"

বাংলা চলচ্চিত্র 'পরিমনী'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিনেতা রজতাভ দত্ত, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ও শিশু শিল্পী প্রজ্ঞা গোস্বামী ছাড়াও উপস্থিত ছিলেন এই চলচ্চিত্রের প্রযোজক ও নির্দেশক সহ চলচ্চিত্রের সাথে যুক্ত একাধিক ব্যক্তি।

                                ছবি : মাহাতাব চৌধুরী (তুহিন)



Comments