কলকাতা (১৫ সেপ্টেম্বর '২৫):- "আমি ভগবান বিশ্বকর্মা-কে চোখে দেখি নি, কিন্তু বিশ্বকর্মা পুজোর দু'দিন আগে 'জীবন্ত বিশ্বকর্মা' রূপী ১০ জন প্রকৌশলী (Engineer's)-কে 'প্রগতি রত্ন পুরস্কার' (Pragati Ratna Award) প্রদান করতে এসে সন্তুষ্টিতে মন ভরে উঠল", বলে নিজের বক্তব্য প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন, সেচ ও জলপথ এবং ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্প এবং বস্ত্রমন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া (Dr. Manasranjan Bhuian, MIC, Department of Water Resources Investigation & Development, Irrigation & Waterways, Small & Micro Industries & Textiles, Government of West Bengal)।
ডাঃ ভুঁইয়া আজ ভারত রত্ন ডঃ মোক্ষগুদা বিশ্বেশ্বরাইয়া [Late Dr. Mokshagundam Vishweswaria (Er.) Bharat Ratna]-র জন্মতিথি উপলক্ষ্যে 'প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন' (Progressive United Engineer's Association) সংক্ষেপে 'পিইউইএ' (PUEA) দ্বারা কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত 'ইঞ্জিনিয়ার্স ডে' নামাঙ্কিত অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত হয়ে ১০ জন প্রকৌশলীর হাতে 'প্রগতি রত্ন পুরস্কার' তুলে দেওয়ার প্রাক্কালে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে এই কথা বলেন।
ডাঃ ভুঁইয়া ছাড়াও পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক তথা রাসবিহারী বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক দেবাশিস কুমার, বর্ধমান দক্ষিণ নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক খোকন দাস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন-এর আহ্বায়ক প্রতাপ নায়েক, দক্ষিণেশ্বর কালী মন্দির-এর অছি পরিষদ সমিতির সদস্য কুশল চৌধুরী এবং বুক সেলার্স গিল্ড-এর সম্পাদক ত্রিদিবকুমার চ্যাটার্জি সহ বিভিন্ন বিভাগের মুখ্য প্রকৌশলী এবং অন্যান্য বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে আজ 'প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন' আজ ১০ জন প্রকৌশলীকে 'প্রগতি রত্ন পুরস্কার' দিয়ে সম্মানিত করল।
ভারত রত্ন মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়া--র জন্মতিথি উপলক্ষ্যে 'ইঞ্জিনিয়ার্স ডে' (Engineer's Day) উদযাপন অনুষ্ঠানে আয়োজক সংগঠন 'প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন'-এর পক্ষে প্রকৌশলী সুব্রত ঘোষ, সাধারণ সম্পাদক অনির্বাণ ওঝা, সহ সাধারণ সম্পাদক দেবরাজ সিংহরায় একযোগে জানিয়েছেন, "ইঞ্জিনিয়ার্স ডে-র পবিত্র মুহূর্তে ১০ জন গুণী প্রকৌশলীকে 'প্রগতি রত্ন পুরস্কার' প্রদান করতে পেরে আমরা নিজেরাই কৃতার্থ বোধ করছি।"
ছবি : মাহাতাব চৌধুরী, রণেশ বিশ্বাস
Comments
Post a Comment