ডিসেম্বরের মধ্যেই পশ্চিমবঙ্গে আরো দুটো রোগনির্ণয় তথা চিকিৎসা কেন্দ্র খুলবে অ্যাপোলো হসপিটাল চেন্নাই


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৪ সেপ্টেম্বর '২৫):- "এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দক্ষিণ ২৪ পরগণার জয়নগর ও ডায়মণ্ডহারবারে আরো দুটো রোগনির্ণয় তথা চিকিৎসা কেন্দ্র (Diagnostic cum Treatment Center) খুলতে চলেছে 'অ্যাপোলো হসপিটাল চেন্নাই' (Apollo Hospitals Chennai)," বলে ঘোষণা করলেন 'অ্যাপোলো হসপিটাল চেন্নাই'-এর পূর্বাঞ্চলের উপ মহা প্রবন্ধক ডাঃ নারায়ণ মিত্র (Dr. Narayan Mitra, Dy. General Manager, Eastern Region, Apollo Hospitals Chennai)। 

আজ কলকাতায় হাসপাতালের কার্ডিয়াক এবং অর্থোপেডিক বিভাগের দুই চিকিৎসককে পাশে বসিয়ে এক সাংবাদিক সম্মেলনের শেষে তিনি এই কথা বলেন। বলে রাখা ভালো, এই মুহূর্তে ডাঃ মিত্র-র নিয়ন্ত্রণাধীন ক্ষেত্রে 'অ্যাপোলো হসপিটাল চেন্নাই'-এর ২৩ টা রোগনির্ণয় তথা চিকিৎসা কেন্দ্র রয়েছে।

আজ দুপুরে 'অ্যাপোলো হসপিটাল চেন্নাই'-এর কার্ডিয়োলজি বিভাগের বরিষ্ঠ চিকিৎসক রেফাই শওকতআলী [Dr. Refai Showkatali, MBBS, MRCP (UK), FRCP (Lon.), FESC, FACC, CCT in Cardio (UK), Fellowship in TAVI, Senior Consultant Intervention Cardiologist] এবং 

অর্থোপেডিক বিভাগের বরিষ্ঠ শল্য চিকিৎসক কুণাল প্যাটেল [Dr.Kunal Patel, MBBS, MS (Ortho), Joint Replacement Fellowship (Netherland), Joint Replacement & Orthoscopy Fellowship (HSS-USA), Senior Consultant Orthopedic Surgeon Robotic Knee & Hip Replacement & Joint Replacement Surgeon, Apollo Hospitals Chennai] কে পাশে বসিয়ে নিয়ে ডাঃ মিত্র সংবাদমাধ্যমের সামনে আজ 'অ্যাপোলো হসপিটাল চেন্নাই'-এর বিবিধ পরিষেবা ও কার্যাবলী পুনরায় তুলে ধরেন।

বলে রাখা ভালো, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অ্যাপোলো হসপিটাল চেন্নাই-এর কার্ডিয়াক বিভাগের অন্যতম বরিষ্ঠ চিকিৎসক ডাঃ রেফাই শওকতআলী অনিয়ন্ত্রিত রক্তের অস্বাভাবিক উচ্চ চাপ (Uncontrolled Hypertension)-এর উপর তামিলনাড়ুতে করা 'নোভেল ক্যাথিটার-বেসড থেরাপি' (Novel Catheter-based Therapy) ও 'অর্বিটাল অ্যাথেরেকটমি' (Orbital Atherectomy) এবং অর্থোপেডিক বিভাগের বরিষ্ঠ শল্য চিকিৎসক কুণাল প্যাটেল রোবটিক শল্য চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence Support on Robotic Surgery) বিষয়ে নানান তথ্য প্রদান করেন।

                                         ছবি  : মাহাতাব চৌধুরী 


Comments