কলকাতা (১ সেপ্টেম্বর '২৫):- "যতক্ষণ না অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে ততক্ষণ 'রবীন্দ্র সরোবর স্টেডিয়ম' বা তৎসংলগ্ন 'অ্যাভিনিউ সম্মিলনী ক্লাব' প্রাঙ্গনের কোন রূপ উন্নয়ন করা সম্ভব নয়" বলে প্রকাশ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ, বিদ্যুত এবং আবাসন বিভাগের মন্ত্রী অরূপ বিশ্বাস।
মন্ত্রী অরূপ বিশ্বাস আজ 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর উদ্যোগে আয়োজিত পদ্মশ্রী শৈলেন মান্না-র ১০২ তম জন্মদিবস উপলক্ষ্যে 'রবীন্দ্র সরোবর স্টেডিয়ম' সংলগ্ন 'অ্যাভিনিউ সম্মিলনী ক্লাব' প্রাঙ্গনে আয়োজিত এক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে বিধাননগর পৌরনিগমের অধ্যক্ষ সব্যসাচী দত্ত-র এক দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উপরোক্ত বক্তব্য পেশ করেন।
ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে বিভিন্ন সময় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন পশ্চিমবঙ্গ সরকারের পৌরবিষয়ক ও নগরোন্নয়ন বিভাগের মন্ত্রী তথা কোলকাতা পৌরনিগমের মহানাগরিক ফিরহাদ হাকিম, টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শৈলেন মান্না-র কন্যা নীলাঞ্জনা মান্না সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
ক্লাবের পতাকা উত্তোলন, ফানুস উড্ডয়ন এবং এক নৃত্য সংস্থার উদ্বোধনী নৃত্য, মঙ্গল দীপ প্রজ্জ্বলন এবং শৈলেন মান্না-র মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ দিয়ে শুরু হয় শৈলেন মান্না-র ১০২ তম জন্মদিবস উদযাপন। ক্রীড়া প্রতিযোগিতার শেষে আতসবাজি প্রদর্শনী ছিল আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
ক্রীড়া প্রতিযোগিতার প্রথম খেলায় চলচ্চিত্র তারকা ও সংবাদমাধ্যম তারকা দলের মধ্যে একটা ফুটবল খেলা সম্পন্ন হয়। খেলায় সংবাদমাধ্যম তারকা দলকে ৪ - ১ গোলে হারিয়ে জয়ী হয় চলচ্চিত্র তারকা দল।
অপরদিকে দ্বিতীয় খেলা সম্পন্ন হয় শৈলেন মান্না তারকা এবং গোষ্ঠ পাল তারকা দলের মধ্যে।
আজ মন্ত্রী ফিরহাদ হাকিম-এর উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চ থেকে 'শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেমী'-র জন্য অ্যাকাডেমীর সভাপতি দেবাশিস চ্যাটার্জি-র হাতে খামবন্ধ একটা চেক প্রদান করেন 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক স্বপন ব্যানার্জি ওরফে বাবুন।
পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'বক্সিং ফেডারেশন অব ইণ্ডিয়া'-র নবনির্বাচিত যুগ্ম সচিব তথা 'মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব'-এর ফুটবল সম্পাদক এবং 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক স্বপন ব্যানার্জি ওরফে বাবুন জানান, "দীর্ঘদিন ধরেই আমি শৈলেন মান্না-র জন্মদিন পালন করে আসছি এবারেও করলাম।"
Comments
Post a Comment