৪০ হাজার হাঁটু প্রতিস্থাপনের জন্য সম্মানিত হলেন ডাঃ অশোক রাজগোপাল


এম রাজশেখর 

গুরুগ্রাম (১ সেপ্টেম্বর '২৫):- ৪০ হাজার হাঁটু প্রতিস্থাপনের জন্য সম্মানিত হলেন মেদান্ত ইনস্টিটিউট অফ মাসকুলোস্কেলিটাল ডিসঅর্ডারস অ্যাণ্ড অর্থোপেডিকস-এর গোষ্ঠী অধ্যক্ষ ডাঃ অশোক রাজগোপাল (Dr. Ashok Rajgopal, Group Chairman, Medanta Institute Of Masculoskeletal Disorders & Orthopedics)। 
গত ৩০ অগস্ট ডাঃ অশোক রাজগোপাল ও তাঁর দলকে সংবর্ধিত করেছে দেশের অন্যতম অগ্রণী বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান 'মেদান্ত - দ্য মেডিসিটি' (Medanta - The Medicity)।

'মেদান্ত- দ্য মেডিসিটি'-র অধ্যক্ষ ও ব্যবস্থাপক পরিচালক ডাঃ নরেশ ত্রেহান (Dr. Naresh Trehan, Chairman & Managing Director, Medanta) এবং গোষ্ঠীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পঙ্কজ সাহনি (Pankaj Sahni, Group CEO, Medanta)-ও ডাঃ অশোক রাজগোপাল ও তাঁর দলকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বলেছেন, "রোগীদেরর প্রতি ডাঃ অশোক রাজগোপাল ও তাঁর দলের দক্ষতা, যত্ন, অটল নিষ্ঠা এবং সহানুভূতি অন্যান্য চিকিৎসকদের জন্য একটি মানদণ্ড তৈরি করেছেন।"

সংবর্ধনার প্রত্যুত্তরে ডাঃ অশোক রাজগোপাল জানান, "এই মুহূর্তে ৯৮ শতাংশ সাফল্যের হার সহযোগে আমরা প্রতি বছর প্রায় ১,৬০০-১,৭০০ হাঁটু প্রতিস্থাপন করছি।
ইতিমধ্যে আমরা ৯,৫০০ টারও বেশি হাঁটুর পুনঃশল্যচিকিৎসা (Revision Surgery) সফলভাবে পরিচালনা করেছি, এবং ১,৫০০ টিরও বেশি রোবোটিক-সহায়তাপ্রাপ্ত হাঁটু প্রতিস্থাপন (Robotic Knee Replacement Surgery) করেছি।"

Comments