এম রাজশেখর
নয়াদিল্লী (১৯ অগস্ট '২৫):- 'পূর্ব দিগন্ত ফাউণ্ডেশন' (Purbo Diganta Foundation)-এর উদ্যোগে গত রবিবার অর্থাৎ ১৭ অগস্ট নয়াদিল্লীর গোদাবরী অডিটোরিয়াম-এ হয়ে গেল 'পিডিএফ শর্টস ৩.০' (PDF Shorts 3.0) নামাঙ্কিত স্বল্প দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র উৎসব (Bengali Short Film Festival)।বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা উত্তমকুমার-এর স্মরণে এই বছর স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব-এর নাম রাখা হয় 'আমি উত্তম, উত্তমকুমার' (Ami Uttam, Uttam Kumar)।
আয়োজক সংস্থার তরফে শুভাশিস গুপ্ত জানিয়েছেন, "অনুষ্ঠানে পরিচালক সুধীর মিশ্র, অভিনেত্রী দেবলীনা কুমার, অভিনেতা বরুণ চন্দা, চন্দন সেন, দেবশঙ্কর হালদার, পরিচালক রেশমি মিত্র, এবং জনপ্রিয় টিভি তারকা সুমনা চক্রবর্তী (দ্য কপিল শর্মা শো খ্যাত) সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিতি ছিলেন।"
Comments
Post a Comment