মাধ্যমিকে মেধার পরিচয় দেওয়ার জন্য এই বছরের রণি রায় ও পিঙ্কি রায় স্মারক বৃত্তি পাচ্ছে অর্পণ রায়

 


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১০ অগস্ট '২৫):- ভবিষ্যতে চিকিৎসক হয়ে আবালবৃদ্ধবনিতাদের রোগমুক্ত করার স্বপ্ন দেখা কলকাতার মানিকতলা এলাকার ৪/২/এইচ/৩, হাজি জাকারিয়া লেন-এর মেধাবী ছাত্র অর্পণ রায় (Arpan Roy) পেতে চলেছে 'রণি রায় ও পিঙ্কি রায় স্মারক বৃত্তি ২০২৫' (Roni Roy & Pinki Roy Memorial Scholarship 2025)।

প্রয়াত রণি রায়ের পরিবার থেকে জানানো হয়েছে, "এই বছর মাধ্যমিক পরীক্ষায় মেধার পরিচয় দেওয়ার জন্য 'রণি রায় ও পিঙ্কি রায় স্মারক বৃত্তি ২০২৫' পাচ্ছে অর্পণ রায়। বউবাজারের এক সোনার দোকানের কর্মচারীর ছেলে অর্পণ এই বছর টাকি স্কুল থেকে ৯৩ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। ইংরেজিতে অর্পণ পেয়েছে ৯৮ নম্বর, এছাড়াও অঙ্ক এবং জীববিজ্ঞান দুটো বিষয়েই ও পেয়েছে ৯৩ নম্বর।"

করোনা অতিমারীর সময় করোনা সংক্রমণের ফলে মারা গিয়েছিলেন আজকাল পত্রিকার ক্রীড়া বিভাগের আলোকচিত্রী রণি রায়। তাঁর ও তাঁর প্রয়াত স্ত্রী পিঙ্কি-র আত্মার শান্তি কামনায় উভয়ের স্মরণে কয়েক বছর ধরে বৃত্তি দিচ্ছে রায় পরিবার।

গত বছর ১৮ অগস্ট কলকাতার বৃন্দাবন মাতৃ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৯০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সৌম্যজিৎ ঘোষের হাতে ১০ হাজার টাকা তুলে দিয়েছিল রায় পরিবার।

Comments