হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৯ অগস্ট '২৫):- উৎসব মরশুমের প্রাক্কালে রাখী তথা ঝুলন পূর্ণিমা-র পবিত্র তিথিতে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি-র উপস্থিতিতে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে নিজেদের শাখা সম্প্রসারণ করল প্রসিদ্ধ বস্ত্র বিপণী 'পলাশ শাড়ি কুঞ্জ'।
প্রদর্শনী তথা বিক্রয় কেন্দ্রের দ্বারোদ্ঘাটনের পর 'পলাশ শাড়ি কুঞ্জ'-র কর্ণধার রিয়া ঘোষ বলেছেন, "১৯৫ টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত সুতির শাড়ি, তাঁতের শাড়ি (ফুলিয়, ধনেখালি) জামদানি, কাঞ্জিভরম, বেনারসি, স্বর্ণ কাতান, বালুচরী, এবং পিওর সিল্ক সহ বিভিন্ন ধরণের শাড়ি পাওয়া যাবে এই দোকানে।"
Comments
Post a Comment