টেফকো সুবিধাযুক্ত হওয়ার কারণে মান্যতা পেল এভারেডি টর্চ


এম রাজশেখর

মুম্বাই (৬ অগস্ট '২৫):- টেফকো (TEFCO) সুবিধাযুক্ত হওয়ার কারণে 'ব্যুরো অব ইণ্ডিয়ান স্ট্যাণ্ডার্স' সংক্ষেপে 'বিআইএস' (BIS)-এর মান্যতা পেল 'এভারেডি ফ্ল্যাশলাইট কোম্পানী' (EVEREADY FLASHLIGHT COMPANY)।
'এভারেডি ইণ্ডাস্ট্রিজ ইণ্ডিয়া লিমিটেড'-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনির্বাণ ব্যানার্জি (Anirban Banerjee, Chief Executive Officer, Eveready Industries India Limited) সংবাদমাধ্যম বলেছেন, "কোম্পানির লখনউ ইউনিটের উৎপাদন দক্ষতা, গুণমান রক্ষা এবং উৎকর্ষতার জন্য সংস্থা এই স্বীকৃতি লাভ করেছে।"
অন্যদিকে কোম্পানী বরিষ্ঠ সহাধ্যক্ষ ও কর্যান্বয় বিভাগের প্রধান অরুণকুমার সহায় (Arunkumar Sahay, Sr. Vice President & Head of Operation, Eveready Industries India Limited) সংবাদমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, "টর্চলাইট বিভাগে 'বিআইএস' শংসাপত্র অর্জন করা সংস্থার কাছে নিঃসন্দেহে অত্যন্ত গর্বের বিষয়।"

বলে রাখা ভালো, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এভারেডির লখনউ-এর কারখানায় বর্তমানে এভারেডির লেড টর্চলাইট, (LED Torchlight), রিচার্জেবল লণ্ঠন (Rechargeable Lantern), অন্যান্য আলোকসজ্জার পণ্য এবং অন্যান্য পণ্য তৈরি করে।
'বিআইএস' শংসাপত্র লাভের ফলে এভারেডীর টর্চলাইট এবং টর্চগুলিতে পণ্যের মোড়কে 'ইণ্ডিয়ান স্ট্যাণ্ডার্ডস ইনস্টিটিউট (ISI) চিহ্ন এবং 'সেন্ট্রাল মার্ক লাইসেন্স' (CML) নম্বর উল্লেখ করা থাকবে।

Comments