জন্মাষ্টমীর পুণ্য লগ্নে হাওড়ায় পুনঃপ্রতিষ্ঠিত হল বালগোপাল মন্দির


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১৬ অগস্ট '২৫):- প্রয়াত ললিত কুমার বাগলা-র স্মরণে পুষ্পাদেবী বাগলা-র পবিত্র করকমলের মাধ্যমে গতকাল হাওড়ার ১৯, মুখরাম কানোরিয়া রোডে পুনঃপ্রতিষ্ঠিত হল 'বালগোপাল মন্দির'।


বলে রাখা ভালো, ১৮৮৯ সালের ৩১ অগস্ট রায়বাহাদুর রাজা শিববক্স বাগলা 'শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণ জী' সহ অন্যান্য দেবতার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।


আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রয়াত রায়বাহাদুর রাজা শিববক্সজী বাগলা-র পঞ্চম প্রজন্ম মধুসূদন বাগলা জানিয়েছেন, "এখন থেকে 'বালগোপাল মন্দির' রূপে পরিচিত হবে এই মন্দির। শ্রীকৃষ্ণের জীবনে তাঁর বাল্যলীলা আমাদের সবথেকে বেশি আকর্ষিত করে, সেই আকর্ষণকে গুরুত্ব দিয়েই এখানে 'বালগোপাল মন্দির' পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। আগত পুণ্যার্থীরা এই মন্দিরে এসে শ্রীকৃষ্ণের বাল্যলীলার রসাস্বাদন করতে পারবেন।"

Comments