বারাকপুর (২৬ অগস্ট '২৫):- খড়দহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি স্নেহাশিস পাল, বারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার শীল, পশ্চিমবঙ্গ সরকারের অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগের প্রাক্তন মহানির্দেশক গোপালকৃষ্ণ ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, প্রখ্যাত সাংবাদিক তথা অভিনেতা ডঃ ঋতব্রত ভট্টাচার্য, সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়, চলচ্চিত্র নির্দেশক শিউলি গোমস ও অনুসূয়া সামন্ত, মডেল তথা অভিনেত্রী সাথী সরকার সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় উন্মোচিত হল রহড়ার 'গণপতি মহোৎসব পুজো কমিটি' আয়োজিত গণেশ মূর্তি তথা মণ্ডপ।
আয়োজক সংস্থার পক্ষে মলয় চক্রবর্তী জানিয়েছেন, "২০ বছর আগে মহারাষ্ট্রের প্রসিদ্ধ 'সিদ্ধি বিনায়ক' মন্দিরে পুজো দিয়ে এসে রহড়ার বুকে প্রথম বারোয়ারিভাবে গণেশ আরাধনা শুরু করেছিল 'গণপতি মহোৎসব পুজো কমিটি'। এখানকার পুজো জনমানসে এতটাই প্রভাব ফেলেছে যে পুজো দিতে আসা আবালবৃদ্ধবনিতা গণেশ মূর্তিতে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে গণেশের মুষিকের কানে কানে নিজেদের ইচ্ছা প্রকাশ করে থাকে।"
পুজো কমিটির অন্যতম কার্যকর্তা মলয় চক্রবর্তীর কথা শুনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গের অনেকেই গণেশের বাহনের কানে কানে নিজেদের চাহিদা তথা ইচ্ছা পেশ করেন।
আয়োজক সংস্থার তরফ থেকে আরো জানানো হয়েছে, "এই এলাকায় 'গণপতি মহোৎসব পুজো কমিটি' গণেশ পুজো চালু করার পরে, বর্তমানে আরো শতাধিক গণেশ পুজো শুরু হলেও, ধারে-ভারে তথা কৌলিন্যে এই পুজোর আশেপাশে কেউ পৌঁছাতে পারে নি।"
Comments
Post a Comment