হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৪ অগস্ট '২৫):- দেশের বিভিন্ন প্রান্তের সাথে সঙ্গতি রেখে কলকাতার গণেশ টকিজ লাগোয়া ব্রজদুলাল স্ট্রিট-এর 'নিত্যানন্দ আশ্রম' (Nityananda Ashram)-এ আজ থেকে শুরু হল রাধাকৃষ্ণ-র পবিত্র 'ঝুলন উৎসব ২০২৫' (Jhulan Utsav 2025)।১২৯১ সালে গোষ্ঠবিহারী গোস্বামী প্রভু 'নিত্যানন্দ আশ্রম'-এর প্রতিষ্ঠা করেন। রাস্তা থেকে মন্দিরের দিকে তাকালেই দেখা যায় গৌরনিতাই-এর মূর্তির পদতলে প্রতিষ্ঠিত রয়েছেন রাধাগোকুলচাঁদ জিউ (RadhaGokulchand Jiu)-এর মূর্তি।
বলে রাখা ভালো, উত্তর ২৪ পরগণার বারাকপুর মহকুমার খড়দায় অবস্থিত 'শ্যামসুন্দর জিউ'-এর ঠাকুরদালানের আদলেই নির্মিত হয়েছে ব্রজদুলাল স্ট্রিট-এর 'রাধাগোকুলচাঁদ জিউ'-এর মন্দির ও বিগ্রহ।
এমনিতেই এই মন্দিরে বৈষ্ণব, বিশেষত গৌড়ীয় বৈষ্ণব সমাজের মানুষদের যাতায়াত লেগেই থাকে, তার উপর উৎসবের সময় এই আশ্রমে ভক্তবৃন্দদের আনাগোনা অনেকগুণ বেড়ে যায়।
আশ্রম কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, "পবিত্র ঝুলন পূর্ণিমা উপলক্ষ্যে আগামী ৮ অগস্ট পর্যন্ত 'নিত্যানন্দ আশ্রম'-এ বিশেষ পূজাপাঠ, ভোগরাগ সহ ভক্তবৃন্দদের প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।"
ছবি : সৌমিত্র গোস্বামী
Comments
Post a Comment