প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের একাদশ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল সংগঠনের হাওড়া জেলা শাখা
হীরক মুখোপাধ্যায়
হাওড়া (৩০ অগস্ট '২৫):- 'প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন'-এর একাদশ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নানান ধরণের সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দিন অতিবাহিত করলেন সংগঠনের যন্ত্রতত্তবিদ ও অন্যান্য প্রকৌশলীগণ।
সংগঠনের হাওড়া শাখা-র উদ্যোগে আজ সকালে হাওড়ার শরৎ সদনে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলেন 'প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন'-এর সদস্য ও সদস্যাগণ।
সংগঠনের রাজ্য শাখার সহাধ্যক্ষ অনন্ত নন্দ, রাজ্য শাখার আমন্ত্রিত সদস্য তথা হাওড়ার যুগ্ম সচিব রুম্পা মিত্র, হাওড়া জেলার অধ্যক্ষ সুমন্ত ব্যানার্জি, সচিব সায়ন সর্দার, সুজয় মান্না সহ শতাধিক প্রকৌশলী-র উপস্থিতিতে আজ সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়া করণ শিল্প এবং বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায়।
সংগঠনের রাজ্য শাখার সহাধ্যক্ষ অনন্ত নন্দ, রাজ্য শাখার আমন্ত্রিত সদস্য তথা হাওড়ার যুগ্ম সচিব রুম্পা মিত্র, হাওড়া জেলার অধ্যক্ষ সুমন্ত ব্যানার্জি, সচিব সায়ন সর্দার, সুজয় মান্না সহ শতাধিক প্রকৌশলী-র উপস্থিতিতে আজ সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়া করণ শিল্প এবং বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায়।
পরে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাওড়া পৌরনিগমের প্রশাসক তথা শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় চক্রবর্তী।
ধীরে ধীরে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত হন 'প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন'-এর রাজ্য শাখার সহসচিব দেবরাজ সিংহরায়, হাওড়া দক্ষিণ বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের নির্বাচিত বিধায়ক নন্দিতা চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Comments
Post a Comment