প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের একাদশ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল সংগঠনের হাওড়া জেলা শাখা


হীরক মুখোপাধ্যায় 

হাওড়া (৩০ অগস্ট '২৫):- 'প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন'-এর একাদশ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নানান ধরণের সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দিন অতিবাহিত করলেন সংগঠনের যন্ত্রতত্তবিদ ও অন্যান্য প্রকৌশলীগণ।


সংগঠনের হাওড়া শাখা-র উদ্যোগে আজ সকালে হাওড়ার শরৎ সদনে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলেন 'প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন'-এর সদস্য ও সদস্যাগণ।

সংগঠনের রাজ্য শাখার সহাধ্যক্ষ অনন্ত নন্দ, রাজ্য শাখার আমন্ত্রিত সদস্য তথা হাওড়ার যুগ্ম সচিব রুম্পা মিত্র, হাওড়া জেলার অধ্যক্ষ সুমন্ত ব্যানার্জি, সচিব সায়ন সর্দার, সুজয় মান্না সহ শতাধিক প্রকৌশলী-র উপস্থিতিতে আজ সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়া করণ শিল্প এবং বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায়


পরে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাওড়া পৌরনিগমের প্রশাসক তথা শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় চক্রবর্তী।


ধীরে ধীরে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত হন 'প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন'-এর রাজ্য শাখার সহসচিব দেবরাজ সিংহরায়, হাওড়া দক্ষিণ বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের নির্বাচিত বিধায়ক নন্দিতা চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Comments