দিল্লির অল ইণ্ডিয়া ফাইন আর্টস অ্যাণ্ড ক্রাফটস সোসাইটিতে শুরু হল দিবাকর চক্রবর্তীর একক চিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিনিধি
নয়াদিল্লি (২২ অগস্ট '২৫):- পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায় (Arup Roy, MIC, Department of Food Processing Industries & Horticulture, Government of West Bengal)-এর উপস্থিতিতে নতুন দিল্লির রফি মার্গে অবস্থিত 'অল ইণ্ডিয়া ফাইন আর্টস অ্যাণ্ড ক্রাফটস সোসাইটি' (All India Fine Arts & Crafts Society, New Delhi)-তে আজ থেকে শুরু হল চিত্রকর দিবাকর চক্রবর্তী (Dibakar Chakroborty, Painter)-র ৪০ তম একক চিত্র প্রদর্শনী (40th Solo Painting Exhibition)।চিত্রকর দিবাকর চক্রবর্তী জানিয়েছেন, "৩০ টারও বেশি চিত্র নিয়ে আগামী ২৮ অগস্ট পর্যন্ত চলবে 'মা দুর্গা' (Maa Durga) নামাঙ্কিত এই চিত্র প্রদর্শনী।"
চিত্র প্রদর্শনী উপলক্ষ্যে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায় দিবাকর চক্রবর্তী-কে শংসাপত্র প্রদান করেছেন।
চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদর্শনী কেন্দ্রের পূর্ব সহাধ্যক্ষ রাজেন্দ্র আগরওয়াল, রামকৃষ্ণ মিশন-এর সন্ন্যাস স্বামী মুক্তি মায়াবন, চিত্র শিল্পী রাজেশ বাহেল, 'দ্য হাত অব আর্ট'-এর মুকেশ কুমার সহ একাধিক শিল্পানুরাগী ব্যক্তি।
Comments
Post a Comment