পঞ্চদশ বর্ষে পদার্পণ করল সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের গণেশ বন্দনা


নিজস্ব প্রতিনিধি

কলকাতা (২৬ অগস্ট '২৫):- শুক্ল তৃতীয়ার পবিত্র সন্ধ্যায় উন্মোচিত হল ৬৭, কেশবচন্দ্র সেন স্ট্রিট-এর 'সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাব'-এর গণেশ মণ্ডপ ও মূর্তি।

পুজোর আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, "এই বছর ১৫ বছরে পা রাখল 'সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাব'-এর গণেশ আরাধনা। চারদিন ব্যাপী এই উৎসবে থাকবে সঙ্গীত, নৃত্য, নাট্য সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।"

উদ্বোধনী অনুষ্ঠানে বজবজ বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক অশোককুমার দেব, কলকাতা পৌরনিগমের ৪ নম্বর বরো-র অধ্যক্ষা সাধনা বোস, হিন্দু সৎকার সমিতি-র অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, 'ফাটাকেষ্ট' খ্যাত কালীপুজো-র সংগঠক প্রবন্ধ রায় ওরফে ফান্টা, বিশ্বরূপ দে, পিয়াল চৌধুরী, বুলবুল সাউ, বিকাশ জয়সওয়াল, প্রিয়াংঙ্কু পাণ্ডে, সাগর দাস, মণীশ সাউ, পঙ্কজ বার্নেওয়াল ও সানি গুপ্তা সহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। 
                                                 ছবি :- মৃত্যুঞ্জয় রায় 

Comments