১০ বছর পূর্তি উপলক্ষ্যে সমৃদ্ধ গ্রাহকদের জন্য বন্ধন ব্যাঙ্ক চালু করল লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২২ আগস্ট '২৫):- ১০ বছর পূর্তি উপলক্ষ্যে সমৃদ্ধ গ্রাহকদের জন্য 'বন্ধন ব্যাঙ্ক' (Bandhan Bank) চালু করল 'লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট' (Legacy Sevings Account)।

ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, 'এই অ্যাকাউন্টের সঙ্গে থাকছে ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড ডেবিট কার্ড, যার মাধ্যমে ধারক সঙ্গী সহ একদিকে যেমন দেশ-বিদেশের এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশের সুবিধা পাবেন, তেমনই পাবেন তাজ এপিকিউর-এর সদস্যতা, বিনামূল্যের সিনেমা ও ইভেন্ট-এর টিকিট, আর নির্দিষ্ট কিছু ক্লাবে গল্ফ খেলার সুযোগ। এছাড়াও গ্রাহকরা পাবেন ব্যক্তিগত রিলেশনশিপ ম্যানেজার, লকার ভাড়ায় আজীবন ছাড় এবং ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও এস্টেট পরিকল্পনার জন্য বিশেষজ্ঞ পরামর্শ।

লেনদেনের সুবিধার ক্ষেত্রেও গ্রাহকরা পাবেন সীমাহীন ফ্রি ট্রানজ্যাকশন। এছাড়া নগদ জমা, আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস সব সুবিধাই এই অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত। এর সঙ্গে আছে বাড়তি বিমা সুবিধা, যেমন বিমান দুর্ঘটনা বিমা সর্বোচ্চ ১ কোটি টাকা, ব্যক্তিগত দুর্ঘটনা বিমা ২০ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় সুরক্ষা বিমা।

নতুন জমা খাতা সম্পর্কে 'বন্ধন ব্যাঙ্ক'-এর ব্যবস্থাপক পরিচালক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পার্থপ্রতিম সেনগুপ্ত (Parthapratim Sengupta, Managing Director & Chief Executive Officer, Bandhan Bank) বলেছেন, “বন্ধন ব্যাঙ্ক-এর ১০ বছরের যাত্রা উপলক্ষ্যে আমরা 'লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট' চালু করছি।"

Comments