৯৭ তম জন্মতিথির প্রাক্কালে কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করল অনুরাধা মুখার্জি ও তার নিজস্ব ব্যাণ্ড



হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২ অগস্ট '২৫):- কিংবদন্তি নেপথ্য সঙ্গীত শিল্পী, তথা গীতিকার, সুরকার, এবং অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও বিনোদনধর্মী রেকর্ড প্রযোজক কিশোর কুমার-এর ৯৭ তম জন্মবার্ষিকীর প্রাক্কালে সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়ার মাধ্যমে শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন সঙ্গীত শিল্পী অনুরাধা মুখার্জি ও তার নিজস্ব সম্প্রদায় 'অনু ১৫৬ ব্যাণ্ড'।
বলে রাখা ভালো, ১৯২৯ সালের ৪ অগস্ট মধ্যপ্রদেশের খাণ্ডোওয়া-য় জন্মগ্রহণ করেছিলেন আভাসকুমার গঙ্গোপাধ্যায় ওরফে পরবর্তী সময়ের কিশোর কুমার।

সঙ্গীত সন্ধ্যা শুরু হওয়ার প্রাক মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অনুরাধা মুখার্জি জানিয়েছেন, "যেহেতু ৪ অগস্ট অনুষ্ঠান করার জন্য অনুষ্ঠান গৃহ পাওয়া যাচ্ছে না, তাই অনিচ্ছা সত্তেও কিশোর কুমারের প্রকৃত জন্মদিনের আগেই আজ অনুষ্ঠান করতে হচ্ছে।"


অনির্বাণ মিত্র-র কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আজকের সঙ্গীত অনুষ্ঠান, পরে সঙ্গীত পরিবেশন করেন আবির চ্যাটার্জি, এর পরেই কিশোর কুমারের গাওয়া এক গানের সুরে নৃত্য পরিবেশন করে 'মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট (কলাঙ্গন)'-এর ছাত্রীরা।

আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "আজকের সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন অনুরাধা মুখার্জি ও তার নিজস্ব সম্প্রদায় 'অনু ১৫৬ ব্যাণ্ড', এছাড়াও নৃত্য পরিবেশন করবেন 'মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট (কলাঙ্গন)'-এর প্রতিষ্ঠাত্রী মেঘমিতা মিত্র।"

Comments