নিজস্ব প্রতিনিধি
কলকাতা (১৯ অগস্ট '২৫):- গত ১৭ ই আগস্ট সুকিয়া স্ট্রিটের বৃন্দাবন মাতৃমন্দির প্রাঙ্গণে স্কলারশিপ প্রদান অনুষ্ঠান হয়ে গেল। মোট চল্লিশ জন কৃতি ছাত্র ছাত্রীকে স্কলারশিপ প্রদান করা হয়।
'ওয়েষ্ট বেঙ্গল সর্বোদয় ট্রাষ্ট' এর পক্ষে ট্রাষ্টের প্রতিষ্ঠাতা দুর্গাচরন মিত্রের নামাঙ্কিত স্কলারশিপ দেওয়া হলো অর্ণব ভট্টাচার্যকে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন-এর স্মরণে আরো একটা বৃত্তি তুলে দেওয়া হয় সৃজন হাজরা-র হাতে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন সম্পাদক তাপস বসাক, ট্রাষ্টী অভিজিত মিত্র, উপদেষ্টা সঞ্জয় রায়, শিল্পীদ্বয় শিউলি রামানি, শুভম দাস ও পামেলা নাগ প্রমুখ।
মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে ঠিকভাবে এগিয়ে যেতে পারে এমন শুভ কামনা কাম্য।
ছবি : মৃত্যুঞ্জয় রায়
Comments
Post a Comment