রণি রায় ও পিঙ্কি রায় স্মারক বৃত্তির পাশাপাশি এবার থেকে বিজয় রায় ও কমলা রায় স্মারক বৃত্তিও প্রদান করবে রায় পরিবার


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১৮ অগস্ট '২৫):- "প্রয়াত 'রণি রায় ও পিঙ্কি রায় স্মারক বৃত্তি'-র পাশাপাশি এবার থেকে 'বিজয় রায় ও কমলা রায় স্মারক বৃত্তি'ও প্রদান করা হবে," বলে রায় পরিবারের থেকে ঘোষণা করলেন বিজয় রায় ও কমলা রায়ের জ্যেষ্ঠ পুত্র তথা রণি রায়-এর অগ্রজ সঞ্জয় রায়
গতকাল সন্ধ্যায় 'বৃন্দাবন মাতৃ মন্দির' আয়োজিত স্মারক বৃত্তি প্রদান সমারোহে অংশগ্রহণ করে সঞ্জয় রায় একথা জানান।

বলে রাখা ভালো, এই বছর মাধ্যমিক পরীক্ষায় মেধার পরিচয় দেওয়ার জন্য 'রণি রায় ও পিঙ্কি রায় স্মারক বৃত্তি ২০২৫' পেল অর্পণ রায়। বউবাজারের এক সোনার দোকানের কর্মচারীর ছেলে অর্পণ এই বছর টাকি স্কুল থেকে ৯৩ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। ইংরেজিতে অর্পণ পেয়েছে ৯৮ নম্বর, এছাড়াও অঙ্ক এবং জীববিজ্ঞান দুটো বিষয়েই ও পেয়েছে ৯৩ নম্বর।
করোনা অতিমারীর সময় করোনা সংক্রমণের ফলে মারা গিয়েছিলেন আজকাল পত্রিকার ক্রীড়া বিভাগের আলোকচিত্রী রণি রায়। তাঁর ও তাঁর প্রয়াত স্ত্রী পিঙ্কি-র আত্মার শান্তি কামনায় উভয়ের স্মরণে কয়েক বছর ধরে বৃত্তি দিচ্ছে রায় পরিবার।

অনুষ্ঠানে অর্পণ সহ অন্যান্য ৩৯ জন কৃতি ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র ও সহায়তা রাশি রূপে ১০ হাজার টাকা করে তুলে দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা কুনাল ঘোষ, হিন্দু সৎকার সমিতিরঅছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, রাজীব জাসওয়াল, অরূপ চক্রবর্তী, অনুপম হালদার সহ অন্য বিশিষ্ট ব্যক্তিত্বগণ।

Comments