হীরক মুখোপাধ্যায়
দক্ষিণ ২৪ পরগনা (১৭ অগস্ট '২৫):- "এই বছরের দুর্গাপুজোর সপ্তমী-তে 'মনোনিকা অপেরা'-র প্রযোজনায় দেখতে পাওয়া যাবে এক ভিন্নধারার যাত্রাপালা 'প্রেম বড় মধুর'," বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন 'মনোনিকা অপেরা'-র প্রতিষ্ঠাতা অজিত চক্রবর্তী।আজ দক্ষিণ ২৪ পরগনার এক ক্লাবে 'প্রেম বড় মধুর'-এর শুভ মহরত উপলক্ষ্যে মঙ্গল দীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার পৌরপ্রতিনিধি সুশান্ত দাস, অপেরার প্রতিষ্ঠাতা অজিত চক্রবর্তী, যাত্রাপালার প্রযোজিকা মনোনিকা চক্রবর্তী, যাত্রাপালার নায়ক শুভঙ্কর সাহা, নায়িকা মেঘনা হালদার সহ আরো অনেকে।
মঙ্গল দীপ প্রজ্জ্বলনের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'প্রেম বড় মধুর'-এর রচনাকার তথা নিবেদক বাবলি ভট্টাচার্য জানান, "বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী যাত্রাপালা ও যাত্রাশিল্পীদের উন্নয়ন কল্পে বিবিধ প্রচেষ্টা চালালেও কোনো এক অজ্ঞাত কারণে বর্তমানে যাত্রাশিল্পে নতুন করে কোনো শিল্পী বা কলাকুশলীরা যোগ দিতে চাইছেন না।"
অন্যদিকে 'প্রেম বড় মধুর'-এর প্রযোজিকা মনোনিকা চক্রবর্তী বলেছেন, "রোমান্টিক ধর্মী এই যাত্রাপালা নিঃসন্দেহে যাত্রামোদী জনগণের মনোরঞ্জনে সমর্থ হবে বলে আমার বিশ্বাস।"
প্রযোজিকার তালে তাল মিলিয়ে 'প্রেম বড় মধুর' এর নায়ক শুভঙ্কর সাহা ও নায়িকা মেঘনা হালদার একযোগে বলেছেন, "আশা করছি, এই যাত্রাপালায় আমাদের দুজনের অভিনয় দর্শকদের খুশি করতে পারবে।"
বলে রাখা ভালো, বেশ কিছুদিন ধরে যাত্রাপালায় চুটিয়ে অভিনয় করছেন মেঘনা, অন্যদিকে ছোটোপর্দার ধারাবাহিক ছেড়ে এই প্রথমবার যাত্রাপালায় অভিনয় করতে দেখা যাবে শুভঙ্করকে।
বলে রাখা ভালো, বেশ কিছুদিন ধরে যাত্রাপালায় চুটিয়ে অভিনয় করছেন মেঘনা, অন্যদিকে ছোটোপর্দার ধারাবাহিক ছেড়ে এই প্রথমবার যাত্রাপালায় অভিনয় করতে দেখা যাবে শুভঙ্করকে।
ছবি :- মাহাতাব চৌধুরী
Comments
Post a Comment