জন্মাষ্টমীর প্রাক্কালে লোকনাথ জন্মস্থলীর উদ্দেশ্যে এগিয়ে চলা পুণ্যার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিল ডাব্লুবিওএফ
হীরক মুখোপাধ্যায়
বারাসাত (১৬ অগস্ট '২৫):- জন্মাষ্টমীর প্রাক্কালে লোকনাথ জন্মস্থান খ্যাত চাকলা ও কচুয়া ধামের উদ্দেশ্যে এগিয়ে চলা পুণ্যার্থীদের সহায়তার লক্ষ্যে ১৫ অগস্ট সারারাত ধরে বিনামূল্যের স্বাস্থ্য শিবির (Free Medical Camp) পরিচালনা করল 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation) সংক্ষেপে ডাব্লু বি ও এফ (WBOF)।'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর তরফ থেকে সেটলর কালিদাস কর্মকার জানিয়েছেন সংগঠনের অছি পরিষদের দুই সদস্য সৌম্য দলুই, ডেভিড কিশোর হেমব্রম সহ সংস্থার সাধারণ সদস্য আকাশ ব্যানার্জি ও অন্য সদস্য-সদস্যাদের নিরলস সেবা এবং স্থানীয় কিছু ওষুধ বিক্রেতাদের ঐকান্তিক সহযোগিতার ফলে পুণ্যার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে।"
এই স্বাস্থ্য শিবির থেকে পুণ্যার্থীরা বিভিন্ন ধরণের প্রয়োজনীয় ওষুধ সহ তৃষ্ণা মেটাবার জন্য জল বাতাসা, লজেন্সও পেয়েছে।
এই স্বাস্থ্য শিবির থেকে পুণ্যার্থীরা বিভিন্ন ধরণের প্রয়োজনীয় ওষুধ সহ তৃষ্ণা মেটাবার জন্য জল বাতাসা, লজেন্সও পেয়েছে।
Comments
Post a Comment