হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১৫ অগস্ট '২৫):- রাখী পূর্ণিমা -কে উপলক্ষ্য করে গতকাল সল্টলেকের 'দ্য বারান্দা ক্যাফে'-তে 'সমবন' নামাঙ্কিত এক বিশেষ বৈঠকের আয়োজন করেছিল 'সৃষ্টি ড্যান্স অ্যাকাডেমী'।বৈঠকী আড্ডায় বেশ কিছু শিশুর হাতে রাখী পরিয়ে দিতে দিতে 'সৃষ্টি ড্যান্স অ্যাকাডেমী'-র প্রতিষ্ঠাতা ইন্দ্রাণী গাঙ্গুলী জানান, "ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধনই হলো শ্রেষ্ঠ বন্ধন। এই বিশ্বাসের উপরেই কাজ করছে 'সৃষ্টি ড্যান্স অ্যাকাডেমী'।"
এই বিশেষ অনুষ্ঠানে অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার ও তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ এবং বাচিক শিল্পী তথা অভিনেত্রী মল্লিকা ঘোষ।
Comments
Post a Comment