ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি বিশুদ্ধ সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভেজে বিশেষ ইলিশ প্যাকেটের লোকার্পণ করলেন সৌরভ ও আবির


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১০ অগস্ট '২৫):- 'ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি বিশুদ্ধ সরিষার তেল' (Fortune Premium Kachi Ghani Pure Mustard Oil) দিয়ে ইলিশ মাছ ভেজে 'ফরচুন ইলিশ' প্রচারাভিযানের দ্বিতীয় পর্বের সূত্রপাতের সাথে সাথে একযোগে ইলিশ সংস্করণের বিশেষ প্যাকেট (Ilish Pack)-এর লোকার্পণ করলেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ও টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chattopadhyay)।

অনুষ্ঠানে উপস্থিত থেকে 'এ ডাব্লু এল এগ্রি বিজনেস লিমিটেড'-এর ব্যবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অংশু মল্লিক (Angshu Mallick, Managing Director & Chief Executive Officer, AWL Agri Business Limited) জানিয়েছেন, "গত ৭ বছর ধরে 'ফরচুন কাচ্চি ঘানি সরিষার তেল'-এর ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার-এর ভূমিকায় সৌরভকে দেখা গেলেও আজ থেকে সৌরভের পাশাপাশি আবিরকেও একই ভূমিকায় দেখা যাবে।"


বলে রাখা ভালো, এই বিশেষ ইলিশ সংস্করণের প্যাকেটের উপর সীমিত সময়ের জন্য উনিশ শতকের 'কালীঘাট পটচিত্র'-র নকশা দেখা যাবে।

Comments