তৃতীয় ইআইবিএমসিটি মিট ২০২৫ শুরু হল কলকাতায়

 


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১ অগস্ট '২৫):- 'ইস্টার্ন হেমাটোলজি গ্রুপ' (Eastern Haematology Group)-এর পরিচালনায় আজ থেকে রাজারহাট- নিউটাউনের এক বিলাসবহুল হোটেলে শুরু হল জাতীয় পর্যায়ের দ্বিদিবসীয় তৃতীয় 'ইস্টার্ন ইণ্ডিয়া ব্লাড ম্যারো অ্যাণ্ড সেলুলার থেরাপি মিট ২০২৫' (3rd Eastern India Blood Marrow & Cellular Therapy Meet 2025) সংক্ষেপে 'তৃতীয় ইআইবিএমসিটি মিট ২০২৫'।

আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "এই মুহূর্তে দেশে অন্যান্য ক্যান্সারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রক্তে ক্যানসার (Blood Cancer)। এই রোগকে আয়ত্তে রাখার জন্য বর্তমানে যে সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি বেরিয়েছে তার প্রয়োগ ঘটিয়ে আরো স্বল্প মূল্যে কীভাবে রোগীদের পরিষেবা দেওয়া যায়, সেই সমস্ত বিষয়  নিয়েই এবারের সম্মেলনে আলোচনা হবে।"

আজ অপরাহ্ণে 'তৃতীয় ইআইবিএমসিটি মিট ২০২৫'-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যাওয়ার পর অ্যাপলাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আইএসটি যে সেরা চিকিৎসা পদ্ধতি (IST is the Optimum Therapy for Aplastic Anaemia) সেই বিষয়ে অপর বক্তাদের সাথে বিতর্কে অংশগ্রহণ করেন 'তৃতীয় ইআইবিএমসিটি মিট ২০২৫'-এর অধ্যক্ষ তথা কলকাতা এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এর হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান তথা অধ্যাপক চিকিৎসক তুফানকান্তি দলুই (Prof.Dr. Tuphankanti Dolai, HOD, Department of Haematology, NRS Medical College & Hospital, Kolkata & Organizing Chairperson 3rd EIBMCT Meet 2025)।

Comments