এপিএআই ডাব্লু বি-র পরিচালনায় আজ থেকে কলকাতায় শুরু হল দুদিনের প্রি কাউন্সেলিং অ্যাণ্ড এডুকেশন ফেয়ার


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (৪ জুলাই '২৫):- পশ্চিমবঙ্গ সরকারের সংসদীয় বিভাগের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-এর উপস্থিতিতে 'দ্য অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস-ওয়েস্ট বেঙ্গল' সংক্ষেপে এপিএআই-ডাব্লু বি-র পরিচালনায় আজ থেকে কলকাতার নেতাজী ইণ্ডোর স্টেডিয়মে শুরু হল ২ দিনের প্রি-কাউন্সেলিং এডুকেশন ফেয়ার

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর বক্তব্যে জানিয়েছেন, "আশা করব এই মেলা তার কাঙ্খিত ফলাফল লাভ করবে।"

বলে রাখা ভালো, শিলিগুড়ি, মেদিনীপুর ও দুর্গাপুরের পর আজ থেকে কলকাতায় শুরু হল এপিএআই-ডাব্লু বি-র ২ দিনের বিশেষ মেলা।

আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "কলকাতা ও পাশ্ববর্তী জেলার ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক বা স্নাতক পরীক্ষার পর কীভাবে বা কোন কোন বিষয়ে উচ্চ শিক্ষা নিতে পারে সেই বিষয়ে তথ্য এবং দিকনির্দেশনা করার জন্যই এই মেলার অবতারণা। এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সমূহের তরফ থেকে আজ এবং আগামী কাল বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শিক্ষা সম্পর্কীয় নানাবিধ তথ্য প্রদান করা হবে।

অনুষ্ঠানে এপিএআই-ডাব্লু বি-র অধ্যক্ষ সর্দার তরণজিৎ সিং, মহাসচিব সত্যম রায় চৌধুরী সহ বিভিন্ন সংস্থার একাধিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments