আরো কম খরচে অস্থিমজ্জা প্রতিস্থাপনের লক্ষ্যে কলকাতায় আয়োজিত হতে চলেছে তৃতীয় ইআইবিএমসিটি মিট ২০২৫


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (৩১ জুলাই '২৫):- অস্থিমজ্জা প্রতিস্থাপন ও কোষ সম্পর্কিত চিকিৎসা (Bone Marrow Transplantation & Cellular Therapy) বিষয়ে বিজ্ঞান ও পরিষেবার মধ্যে সেতুবন্ধন করার প্রয়াস নিয়ে 'ইস্টার্ন হেমাটোলজি গ্রুপ' (Eastern Hematology Group)-এর পরিচালনায় আগামী কাল থেকে দু'দিনের তৃতীয় 'ইস্টার্ন ইণ্ডিয়া ব্লাড ম্যারো অ্যাণ্ড সেলুলার থেরাপি মিট ২০২৫' (3rd Eastern India Blood Marrow & Cellular Therapy Meet 2025) সংক্ষেপে 'ইআইবিএমসিটি' (EIBMCT) আয়োজিত হতে চলেছে নিউটাউনের এক বিলাসবহুল হোটেলে।

আসন্ন অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমকে তথ্য দিতে গিয়ে 'ইআইবিএমসিটি মিট'-এর সম্পাদক অধ্যাপক চিকিৎসক রাজীব দে (Prof. Dr. Rajib De, Organizing Secretary EIBMCT Meet 2025) জানিয়েছেন, "কারিগরি প্রকৌশলের সহায়তা নিয়ে আরো কতো কম খরচে অস্থিমজ্জা প্রতিস্থাপন পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন বেসরকারী হাসপাতালে করা সম্ভব সেই বিষয় নিয়েই মুখ্যত 'ইআইবিএমসিটি মিট'-এ আলোচনা হবে।"

সংবাদমাধ্যমকে আরো তথ্য পরিবেশন করতে গিয়ে 'ইআইবিএমসিটি মিট'-এর অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক তুফানকান্তি দোলাই (Prof. Dr.Tuphankanti Dolai, Organizing Chairperson, EIBMCT Meet 2025) বলেছেন, "আলোচনা সভায় অংশগ্রহণ করতে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের ৯ টা ছাড়াও ওড়িশার ৫ টা, বিহারের ৩ টে, অসমের ২ টো, ছত্তিশগড়ের ২ টো এবং মণিপুরের ১ টা বেসরকারী হাসপাতালের প্রতিনিধি সহ মোট ২২ টা সরকারী ও বেসরকারী হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করতে কলকাতায় আসছেন।
যতদূর শোনা গেছে কমবেশি ২৫০ জন প্রতিনিধি এই আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে থেকে চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা আসবেন কমবেশি ৫০ জন।
আগামী দিনে অস্থিমজ্জা প্রতিস্থাপন চিকিৎসার জন্য যাতে পশ্চিমবঙ্গের বাইরে যেতে না হয়, সেই বিষয়েও এই সভায় আলোচনা করা হবে।"

বলে রাখা ভালো, এই মুহূর্তে কলকাতা ৭ টা, দক্ষিণ ২৪ পরগনায় ১ টা ও হাওড়ায় ১ টা নিয়ে মোট ৯ টা সরকারী ও বেসরকারী হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়ে থাকে।

Comments