মুক্তি পেল বাংলা কাহিনীচিত্র রেশন কার্ডের সঙ্গীত ও পোস্টার


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২৮ জুলাই '২৫):- আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুক্তি পেল 'প্রিমিয়ার ফিল্মস' নিবেদিত, অশোক গুপ্তা প্রযোজিত ও জয়ন্ত উপাধ্যায় নির্দেশিত বাংলা কাহিনীচিত্র 'রেশন কার্ড'-এর সঙ্গীত ও পোস্টার।

বৃষ্টিস্নাত অপরাহ্ণে প্রযোজক অশোক গুপ্তা, ও এই কাহিনীচিত্রের অন্যতম শিল্পী নবাগতা সমৃদ্ধা চক্রবর্তী সহ একাধিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই চলচ্চিত্র সম্পর্কে সাংবাদিকদের তথ্য পরিবেশন করতে গিয়ে এই কাহিনীচিত্রের নির্দেশক জয়ন্ত উপাধ্যায় বলেছেন, 


"কোনো এক সময় সংবাদ পত্রে পরিবেশিত 'সোনা নয় বন্ধক নেওয়া হয় রেশন কার্ডও' শীর্ষক এক সংবাদের কাহিনীকে পৃষ্ঠভূমি করে এই চলচ্চিত্রের কাহিনী বিন্যাস করা হয়েছে।
সমাজের অশিক্ষিত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের জনগণের উপর একসময় কতিপয় লোক কী ধরণের নোংরা ব্যবহার করত এই কাহিনীচিত্র সেটাই দেখাতে চেষ্টা করেছে।"

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, বাবুল সুপ্রিয়, অন্বেষা, জোজো ও শ্রেষ্ঠা দাশগুপ্তা-র কণ্ঠে ৩ টে গান সহ কমবেশি ২ ঘণ্টার এই কাহিনীচিত্রের সম্পাদনা পর্ব শুরু হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে অগস্টে মুক্তি পেতে পারে 'রেশন কার্ড'।

এই কাহিনীচিত্রের বিশেষ কিছু চরিত্রে অভিনয় করেছেন সুদীপ মুখার্জি, ভাস্কর ব্যানার্জি, অনামিকা সাহা, মেঘনা হালদার সহ নবাগতা সমৃদ্ধা চক্রবর্তী।

Comments