হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২৬ জুলাই '২৫):- নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সহায়তার লক্ষ্যে 'বিশ্ববিদ্যালয় মেলা '২৫' (University Fair '25) সম্পন্ন করল 'আদিত্য গ্রুপ' (Aditya Group)-এর ছত্রছায়ায় চলা আদিত্য অ্যাকাডেমী সেকেণ্ডারী স্কুল, বারাসাত (Aditya Academy Secondary School, Barasat)।সপ্তাহের শেষ দিনে বিদ্যালয়ের অভ্যন্তরে বহু প্রতিক্ষিত 'বিশ্ববিদ্যালয় মেলা '২৫' চলাকালীন সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আদিত্য গোষ্ঠীর বিদ্যালয় সমূহের অন্যতম নির্দেশক সবিতা সাহা (Sabita Saha, Director, Aditya Group of Schools) জানান, "বিশ্ববিদ্যালয়গুলোর কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে প্রবেশ করতে গেলে কীভাবে প্রবেশ করতে হবে, কত নম্বর থাকতে হবে, প্রত্যেকটা বিভাগের অন্তর্গত কতগুলো উপবিভাগে শিক্ষাদান করা হয়, শিক্ষা গ্রহণের জন্য কত খরচ পড়বে ইত্যাদি নানাবিধ তথ্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার জন্য বিদ্যালয়ের অভ্যন্তরে চলছে বিশ্ববিদ্যালয় মেলা '২৫।"
বলে রাখা ভালো, গতবছর 'আদিত্য গ্রুপ'-এর ছত্রছায়ায় চলা দমদম শাখার পর এই বছর বারাসাত-এ হচ্ছে এই 'বিশ্ববিদ্যালয় মেলা '২৫'।
মেলা স্থলে উপস্থিত নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের তরফ থেকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী তথা বিদ্যালয়ের মুখ্য ছাত্রী অহনা বোস (Ahana Bose, Head Girl, Aditya Academy Secondary School, Barasat) এবং একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী তথা নেতাজী গৃহ-র দলনেত্রী মুস্কান আখতার (Muskan Akhtar, Captain, Netaji House, Aditya Academy Secondary School, Barasat) একযোগে জানিয়েছে, "একই ছাদের তলায় ৫-৬ টা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সহ গোটা ৪০ অন্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত নানান তথ্য পেয়ে বিদ্যালয়ের সাথে সাথে আমরাও উপকৃত। যে সব তথ্যগুলো অন্তর্জাল থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, সেসব তথ্যগুলো আমাদের সামনে পরিস্কার ভাবে ব্যক্ত করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত আধিকারিক ও কর্মীবৃন্দ।"
বলে রাখা ভালো, গতবছর 'আদিত্য গ্রুপ'-এর ছত্রছায়ায় চলা দমদম শাখার পর এই বছর বারাসাত-এ হচ্ছে এই 'বিশ্ববিদ্যালয় মেলা '২৫'।
মেলা স্থলে উপস্থিত নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের তরফ থেকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী তথা বিদ্যালয়ের মুখ্য ছাত্রী অহনা বোস (Ahana Bose, Head Girl, Aditya Academy Secondary School, Barasat) এবং একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী তথা নেতাজী গৃহ-র দলনেত্রী মুস্কান আখতার (Muskan Akhtar, Captain, Netaji House, Aditya Academy Secondary School, Barasat) একযোগে জানিয়েছে, "একই ছাদের তলায় ৫-৬ টা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সহ গোটা ৪০ অন্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত নানান তথ্য পেয়ে বিদ্যালয়ের সাথে সাথে আমরাও উপকৃত। যে সব তথ্যগুলো অন্তর্জাল থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, সেসব তথ্যগুলো আমাদের সামনে পরিস্কার ভাবে ব্যক্ত করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত আধিকারিক ও কর্মীবৃন্দ।"
Comments
Post a Comment