বিনামূল্যে তাজা অক্সিজেন পাওয়ার জন্য চারাবৃক্ষ রোপন করল ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২০ জুলাই '২৫):- 'অরণ্য সপ্তাহ' উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগ-এর সহায়তায় বিনামূল্যে প্রাপ্ত বেশ কিছু বহুবর্ষজীবী উদ্ভিদের চারা রোপণ করেছে 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' সংক্ষেপে 'ডাব্লুবিওএফ'-এর উত্তর ২৪ পরগণা ও পশ্চিম মেদিনীপুর জেলা শাখা।


আজ দুপুরে সংগঠনের অছি পরিষদের সদস্য কালিদাস কর্মকার ও সৌম্য দলুই-এর উপস্থিতিতে পূর্ব রেলের শিয়ালদহ-বনগাঁ শাখার অধীন হৃদয়পুর রেল স্টেশনের অনতিদূরে অবস্থিত এক ক্লাবের মাঠে বৃক্ষচারা রোপন করেছে 'ডাব্লুবিওএফ'-এর উত্তর ২৪ পরগণা জেলা শাখার সদস্যগণ।


অন্যদিকে গত ১৭ জুলাই সংগঠনের অছি পরিষদের অপর সদস্য ডেভিড কিশোর হেমব্রম-এর উপস্থিতিতে এবং 'চলো পালটাই' সংগঠনের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার তিনটে বিদ্যালয়ে চারাবৃক্ষ রোপন করেছে 'ডাব্লুবিওএফ'।

Comments