২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক


হীরক মুখোপাধ্যায়

 কলকাতা (১৮ জুলাই '২৫):- ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)।
ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, "ব্যাঙ্কের মোট ব্যবসা ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৮৮ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। মোট আমানতের সাথে খুচরা লেনদেনের অংশ এখন প্রায় ৬৮ শতাংশ। ২০২৫-'২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের নিট মুনাফা হয়েছে ৩৭২ কোটি টাকা।"

ব্যাঙ্কের তরফ থেকে আরো জানানো হয়েছে, "২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ব্যাঙ্কের আমানত ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর সাথে আমানত বইয়ে জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১.৫৫ লক্ষ কোটি টাকায়। একই সময়ে মোট অগ্রিম ১.৩৪ লক্ষ কোটিতে পৌঁছেছে। চলতি খাতা এবং সঞ্চয় খাতা (Current Account Sevings Account) সংক্ষেপে 'কাসা' (CASA)-র অনুপাত মোট আমানতের ২৭.১ শতাংশ। আর্থিক স্থিতিশীলতার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক, ব্যাংকের মূলধন পর্যাপ্ততা অনুপাত (CAR) ১৯.৪%-এ রয়েছে, যা নিয়ন্ত্রক সীমার অনেক উপরে।"

আজ বন্ধন ব্যাঙ্ক-এর সদর দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ব্যাঙ্কের ব্যাবস্থাপক নির্দেশক এবংমুখ্য কার্যনির্বাহী আধিকারিক পার্থ প্রতিম সেনগুপ্ত (Parthapratim Sengupta, Meaning Director & Chief Executive Officer, Bandhan Bank) বলেন, “২০২৫-'২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ধারাবাহিকভাবে উন্নতি করেছে বন্ধন ব্যাঙ্ক।"

বলে রাখা ভালো, এই মুহূর্তে ৭,২০০ কর্মী ও আধিকারিকদের সহায়তায় ভারতের ৩৬ টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫ টাতে প্রায় ৬,৩৫০টা ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ৩.১৪ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা প্রদান করছে বন্ধন ব্যাঙ্ক। 

Comments