চলন্ত ট্রেনে এটিএম পরিষেবা প্রদান শুরু করল ভারতীয় রেল


এম রাজশেখর 

মহারাষ্ট্র (১৭ জুলাই '২৫):- যাত্রীদের সুবিধার্থে 'ব্যাঙ্ক অব মহারাষ্ট্র'-র সহযোগিতায় মুম্বাই থেকে মানবাদ চলাচলকারী 'পঞ্চবতী এক্সপ্রেস' (Panchavati Express)-এর বাতানুকূল কামরায় পরীক্ষামূলকভাবে এটিএম মেশিন (ATM Machine) বসানো হয়েছে।

ভারতীয় রেলওয়ে (Indian Railways)-র পক্ষ থেকে জানানো হয়েছে, "ইনোভেটিভ অ্যাণ্ড নন-ফেয়ার রেভিনিউ আইডিয়াজ স্কিম সংক্ষেপে 'আইএনএফআরআইএস' (INFRIS)-এর অধীনে এই প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে।"
রেল সূত্রে আরো জানানো হয়েছে," ইগাতপুরী-কাসারা বিভাগে নেটওয়ার্কের কিছু সমস্যা ছাড়া অন্যত্র ২৪ ঘণ্টা  সফলভাবে এটিএম পরিষেবা চালু রয়েছে।"

সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রেলের ভুসাওয়াল বিভাগের মণ্ডলীয় রেল প্রবন্ধক
ইতি পাণ্ডে (Iti Pandey, Divisional Rail Maneger, Vusawal Division) জানিয়েছেন, "রেলের এই অভিনব উদ্যোগ যাত্রীদের জন্য বিপুল উপকার বয়ে আনবে।"

ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, "সব কিছু ঠিকঠাক থাকলে ভবিষ্যতে মুম্বাই থেকে হিঙ্গোলি চলাচলের 'জনশতাব্দী এক্সপ্রেস'-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রেনেও 'এটিএম পরিষেবা' চালুর পরিকল্পনা করছে ভারতীয় রেল।
যেহেতু 'পঞ্চবতী এক্সপ্রেস'-এর তিনটি রেক 'জনশতাব্দী এক্সপ্রেস'-এর সাথে শেয়ার করা হয়, তাই ভবিষ্যতে দূরপাল্লার যাত্রীরাও চলন্ত ট্রেনে 'এটিএম পরিষেবা' ভোগ করতে পারবেন।"

Comments