হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১৩ জুলাই '২৫):- ভারতের পূর্বাঞ্চলের চারটে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব পোশাক শৈলীকে পাশ্চাত্যের আদলে প্রস্তুত করে কলকাতায় হতে চলেছে এক সাড়া জাগানো ফ্যাশন শো (Fashion Show)।'অদিত'জ ক্রিয়েশন ২০২৫' (Adit's Creation of 2025)-এর উপস্থাপনায় কলকাতার বুকে হতে চলেছে 'ফ্যাশন ইতি কথা' (Fashion iti কথা) নামাঙ্কিত দ্বিতীয় পর্বের এই মনোলোভা অনুষ্ঠান।
আয়োজক সংস্থার তথ্য অনুযায়ী, "মূলতঃ হস্তচালিত তাঁত, সুতি, সিল্ক ও মলমল-এর পোশাক পরে কমবেশি ৪০ জন মডেল সেদিন পোশাকের নকশা নির্মাতা অদিতি দত্ত-র পোশাক পরে রাম্পে হাঁটবেন।"
আয়োজক সংস্থার তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন করে আজ জানানো হয়েছে, "আগামী ১ অগস্ট আয়োজিত ফ্যাশন শো-তে চারটে মডেল রাউণ্ডের পাশাপাশি থাকবে একটা সেলিব্রিটি রাউণ্ড।"
সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে কলকাতার অন্যতম পরিচিত মুখ তথা পোশাকের নকশাকার অদিতি দত্ত (Aditi Dutta, Fashion Designer & Owner of Aakar by Aditi) জানিয়েছেন, "আগামী ১ অগস্ট দ্বিতীয় পর্বের ফ্যাশন শো উপস্থাপিত করতে চলেছে 'আকার বাই অদিতি'। এই অনুষ্ঠানের মাধ্যমে এবার আমরা ভারতের পূর্বাঞ্চলে বসবাসকারী মুণ্ডা, খোন্দ, সাঁওতাল এবং কাছাড়ী সম্প্রদায়ের নিজস্ব শিল্পকলা ও পোশাকের উপর বিশেষ আলোকপাত করতে চলেছি।
আসন্ন ফ্যাশন শো-তে পূর্বাঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের শিল্পসত্তাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার তাগিদ থেকে আমরা আদিবাসী পোশাক শৈলীকে পাশ্চাত্যের ঢঙে উপস্থাপন করতে চলেছি।"
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রকর সুব্রত কর সহ আরো অনেকে।
ছবি : সাধনা দাস বোস
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রকর সুব্রত কর সহ আরো অনেকে।
ছবি : সাধনা দাস বোস
Comments
Post a Comment