হীরক মুখোপাধ্যায়
বারাসাত (১০ জুলাই '২৫):- দুচাকা ও চারচাকা গাড়ির মেরামত, রঙ, যন্ত্রাংশ পরিবর্তন থেকে শুরু করে যাবতীয় কাজের বিশ্বস্ত প্রতিষ্ঠান রূপে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার সোদপুর সংলগ্ন ঘোলা অঞ্চলের রূপায়ননগরে চালু হল 'ডিটেইলিং ক্লাব' (Detailing Club)।দ্বারোদ্ঘাটনের আগে প্রতিষ্ঠানের অংশীদার পূজা সাহা (Puja Saha, Partner, Detailing Club) সাংবাদিকদের জানিয়েছেন, "৩,৬০০ বর্গফুট বিশিষ্ট এই পরিষেবা কেন্দ্র একসাথে ৭ টা চারচাকার গাড়ি বা ১২ টা দুচাকার গাড়িকে একসাথে পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো রয়েছে এই পরিষেবা কেন্দ্রে।"
অপরদিকে প্রতিষ্ঠানের অপর অংশীদার অর্ঘ্য দেব (Argha Dev, Partner, Detailing Club) জানিয়েছেন, "সুলভ মূল্যে অভিজ্ঞ কর্মীদের দিয়ে পরিচালিত হবে এই পরিষেবা কেন্দ্র। সর্বনিম্ন ৩০০ টাকা থেকে যেকোনো ব্যক্তি তাঁদের দুচাকা বা চারচাকা গাড়ির বিভিন্ন পরিষেবা আমাদের কেন্দ্র থেকে পেতে পারেন।
তবে শুধুমাত্র গাড়ি বা গাড়ির যন্ত্রাংশের পরিষেবাই নয়, এর পাশাপাশি আমরা গাড়ির বীমা সংক্রান্ত বেশকিছু সহযোগিতাও গাড়ির মালিকদের প্রদান করতে ইচ্ছুক।"
বলে রাখা ভালো, এই পরিষেবা কেন্দ্র থেকে যেকোনো ব্যক্তি দুচাকা বা চারচাকা গাড়ির 'ডিটেইলিং' সংক্রান্ত কাজ সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত যেমন পাবেন, তার সাথে সাথে গাড়ি সংক্রান্ত অন্যান্য কাজের জন্য এই কেন্দ্র সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে।
তবে শুধুমাত্র গাড়ি বা গাড়ির যন্ত্রাংশের পরিষেবাই নয়, এর পাশাপাশি আমরা গাড়ির বীমা সংক্রান্ত বেশকিছু সহযোগিতাও গাড়ির মালিকদের প্রদান করতে ইচ্ছুক।"
বলে রাখা ভালো, এই পরিষেবা কেন্দ্র থেকে যেকোনো ব্যক্তি দুচাকা বা চারচাকা গাড়ির 'ডিটেইলিং' সংক্রান্ত কাজ সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত যেমন পাবেন, তার সাথে সাথে গাড়ি সংক্রান্ত অন্যান্য কাজের জন্য এই কেন্দ্র সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে।
Comments
Post a Comment